জলবায়ু সম্মেলনে আলোচনা হতে পারে যেসব বিষয়
যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে সোমবার (১ নভেম্বর) থেকে শুরু হয়েছে দুইদিনব্যাপী বিশ্ব নেতাদের জলবায়ু পরিবর্তন বিষয়ক শীর্ষ সম্মেলন।
বিবিসি'র একটি প্রতিবেদনে বলা হয়েছে, অনুষ্ঠানটি উদ্বোধন করা হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এ সময় ভাষণ দেবেন নেতারা।
কপ-২৬ সম্মেলনে বিশ্ব নেতারা বেশ কিছু মূল বিষয় নিয়ে আলোচনা করবেন।
আলোচনার মূল বিষয়গুলো-
-আয়োজক দেশ হিসেবে যুক্তরাজ্য চায়, সব দেশ ২০৫০ সালের মধ্যে কার্বন নির্গমন শূন্যে নামিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ হবে এবং ২০৩০ সালের মধ্যে এ হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাবে।
-কয়লা, পেট্রোল গাড়ির সমাপ্তি এবং বন রক্ষার সম্পর্কেও সুনির্দিষ্ট প্রুতিশ্রুতি চায়
-উন্নয়নশীল দেশগুলি ক্রমবর্ধমান তাপমাত্রার সহনশীলতা তৈরির জন্য ১০ হাজার কোটি ডলারের বার্ষিক তহবিল পেতে চায়। উন্নত দেশগুলির এ তহবিল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলো।
বরিস জনসন বিশ্বব্যাপী তার কৌতুকমত ও বৈচিত্রপূর্ণ ভাষার জন্য সমাদৃত। কিন্তু বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বেশ গুরুগম্ভীর ছিলেন।
তিনি বলেন, "এতদিন বিশ্ব জলবায়ু পরিবর্তন রোধের বিষয়টিকে খুব একটা গুরুত্ব দেয়নি। আর এখন সময় প্রায় শেষ হয়ে এসেছে।"
তিনি আরও বলেন, "বিশ্ব নেতাদের এখন আর বড় বড় স্বপ্ন না দেখে সত্যিকারের কাজে নামতে হবে। তাছাড়া এই সম্মেলন থেকে কতটা সাফল্য পাওয়া যাবে সেই বিষয়েও যথেষ্ট সংশয় রয়েছে।"
উল্লেখ্য যে, কপ২৬ বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলন এবং অন্যান্য উচ্চপর্যায়ের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্য ও ফ্রান্সে দুই সপ্তাহের সফরে গতকাল রবিবার (৩১ অক্টোবর) বিকেলে স্কটল্যান্ডের বন্দরনগরী গ্লাসগো পৌঁছেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।