আফগানিস্তানে হাসপাতালে বিস্ফোরণ, নিহত ১৫ জন
আফগানিস্তানের রাজধানী কাবুলের সবচেয়ে বড় সামরিক হাসপাতালে পর পর দুটি বিস্ফোরণ ও তার সাথে গুলিবর্ষণের ঘটনায় অন্তত ১৫ জন নিহত হয়েছে, আহত অন্তত ৩৪ জন।
কাবুলের কেন্দ্রে অবস্থিত চারশ' শয্যার সরদার মোহাম্মদ দাউদ খান হাসপাতালের প্রবেশপথে বিস্ফোরণ দুটি ঘটে, এরপর সেখানে নিরাপত্তা বাহিনীর সদস্যদের পাঠানোর কথা জানিয়েছেন তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্বারি সাইয়েদ খোস্তি।
সরকারিভাবে হতাহতের সংখ্যা নিশ্চিত না করা হলেও, তালেবানের একজন নিরাপত্তা কর্মকর্তা নাম না প্রকাশের শর্তে বার্তাসংস্থা রয়টার্সকে ১৫ জন নিহত ও ৩৪ জন আহত হওয়ার তথ্য জানান।
বিস্ফোরণস্থল থেকে তিন কিলোমিটার দূরে একটি ইতালিয় জরুরি ত্রাণ সংস্থা পরিচালিত হাসপাতাল রয়েছে। সংস্থাটি বলেছে তাদের স্থাপনায় এপর্যন্ত ৯ জন আহতকে আনা হয়েছে।
কাবুলের বাসিন্দাদের অনেকে বিস্ফোরণের ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন। সেখানে ওয়াজির আকবর খান এলাকা বা সাবেক কূটনৈতিক জোনের বিস্ফোরণস্থল থেকে আকাশে ধোয়ার কুন্ডলী উঠতে দেখা গেছে।
তাৎক্ষণিকভাবে কোন গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি। তবে রাষ্ট্র পরিচলিত বার্তাসংস্থা বাখতার এজেন্সি প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে, হাসপাতালটিতে ইসলামিক স্টেট জঙ্গিদের অনুপ্রবেশ ও নিরাপত্তা কর্মীদের সাথে বন্দুকযুদ্ধে লিপ্ত হওয়ার তথ্য জানিয়েছে।
এদিকে, গত আগস্টে পশ্চিমা সমর্থিত আশরাফ ঘানি সরকারের পতনের পর থেকেই আফগানিস্তান জুড়ে হামলা বাড়িয়েছে আইএস। কয়েক দশকের যুদ্ধবিদ্ধস্ত আফগানিস্তানে শৃঙ্খলা ফেরাতে তার ফলে নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে তালেবান।
- সূত্র: রয়টার্স