দলের সঙ্গে দেশে ফিরছেন না চার ক্রিকেটার
ভরাডুবির টি-টোয়েন্টি বিশ্বকাপ যাত্রা শেষ। সুপার লিগে টানা পাঁচ ম্যাচে হেরে যাওয়া বাংলাদেশ কাল ৫ নভেম্বর দেশে ফিরছে। কিন্তু পরিবারের সঙ্গে সংযুক্ত আরব আমিরাতে ছুটি কাটাতে দলের সঙ্গে দেশে ফিরছেন না চারজন ক্রিকেটার। তারা হলেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস ও তাসকিন আহমেদ।
দুই ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে। শুক্রবার বিকাল পাঁচটায় ঢাকা এসে পৌঁছাবে ক্রিকেটার, টিম ম্যানেজমেন্টের সদস্যসহ ১২ জন। এরপর রাত ১১টায় ঢাকা এসে পৌঁছাবেন চারজন। ছুটি কাটাতে থেকে যাওয়া চার ক্রিকেটার আগামী ১১-১২ নভেম্বর দেশে ফিরবেন। এমনই জানিয়েছেন বিসিবির এক কর্মকর্তা।
তিনি বলেন, 'দুটি ভাগে ভাগ হয়ে বাংলাদেশ দল দেশে ফিরবে। প্রথম দল বিকাল ৫টায় ঢাকা এসে পৌঁছাবে। পরের দল আসবে রাত ১১টায়। মাহমুদউল্লাহ, মুশফিক, লিটন ও তাসকিন দলের সঙ্গে আসছে। তারা ছুটির আবেদন করেছিল। বিসিবি তাদেরকে অনুমতি দিয়েছে। আগামী ১১-১২ নভেম্বর তাদের দেশে ফেরার কথা।'
কেবল মাহমুদউল্লাহ-মুশফিকরাই নন, সংযুক্ত আরব আমিরাতে থেকে বাংলাদেশে আসছেন না কোচিং স্টাফরাও। তারা ওখান থেকেই নিজ নিজ দেশে ফিরবেন। তাদেরও আগামী ১১-১২ নভেম্বর দেশে ফেরার কথা। এর আগে ইনজুরির কারণে ছিটকে যাওয়া মোহাম্মদ সাইফউদ্দিন দেশে ফিরে আসেন। ইনজুরিতে বিশ্বকাপ শেষ হয়ে যাওয়া সাকিব আল হাসান ওখান থেকেই যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে চলে যান।
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপটা দুঃস্বপ্নের মতো কেটেছে বাংলাদেশের। প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার দিয়ে মিশন শুরু হয় মাহমুদউল্লাহর দলের। প্রথম রাউন্ডের পরের দুটি ম্যাচ জিতে সুপার টুয়েলভ নিশ্চিত করে বাংলাদেশ। সুপার টুয়েলভে কেবল হতাশাই জুটেছে দলটির। টানা পাঁচ ম্যাচে হেরে খালি হাতেই দেশে ফিরছে বাংলাদেশ।