রামলীলা ময়দানে শপথে দাওয়াত পেল ‘খুদে কেজরিওয়াল’
দিল্লি বিধানসভা নির্বাচনে ফল প্রকাশের দিন টুইটারে নিজেদের ভেরিফায়েড অ্যাকাউন্টে অরবিন্দ কেজরিওয়ালের মতো পোশাক পরা এক শিশুর ছবি প্রকাশ করেছিল আম আদমি পার্টি (এএপি)। শিশুটিকে তারা ‘মাফলারম্যান’ হিসেবে পরিচয় করিয়েছিল। টুইটের এ ছবিটি অল্প সময়ের মধ্যেই শিরোনাম হয় বিভিন্ন সংবাদমাধ্যমের।
নতুন খবর হলো, টুপি, মাফলার পরে, গোঁফ এঁকে জনসমক্ষে আসা শিশুটিকে নিজের শপথ অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছেন অরবিন্দ কেজরিওয়াল। রোববার দিল্লির রামলীলা ময়দানে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন তিনি।
এর আগে বৃহস্পতিবার এএপির টুইটার অ্যাকাউন্টে এক পোস্টে বলা হয়, “বড় ঘোষণা: শিশু মাফলারম্যান ১৬ ফেব্রুয়ারি অরবিন্দ কেজরিওয়ালের শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত। প্রস্তুত হও জুনিয়র!”
গত ৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত দিল্লি বিধানসভা নির্বাচনে ৭০ আসনের ৬২টি পেয়ে টানা তৃতীয়বারের মতো কেন্দ্রশাসিত রাজধানী অঞ্চলে জয়ী হয় এএপি। এ নির্বাচনে তাদের প্রতিদ্বন্দ্বী বিজেপি আটটি আসন পেলেও বিভিন্ন সময়ে দিল্লিতে ক্ষমতাসীন কংগ্রেস পায়নি কোনো আসন।