ভালোবাসা দিবসের পরিবর্তে ফাগুন উৎসব হবে ওশান প্যারাডাইসে
ভালবাসা দিবস নিয়ে মাতামাতির পরিবর্তে ঋতুরাজ বসন্ত বরণ নিয়ে ব্যতিক্রমী ফাগুন উৎসবের আয়োজন করছে কক্সবাজারের পাঁচ তারকা হোটেল ওশান প্যারাডাইস।
পহেলা ফাল্গুন (১৪ ফেব্রুয়ারি) বিকেল থেকে মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ থাকছে নানা আয়োজন। গান গাইবেন মিনার রহমান, দোহারি ও অন্যান্য শিল্পীরা। অংশগ্রহণকারীদের মাঝে বিজয়ীদের জন্য রয়েছে হোটেলে ফ্রি থাকা-খাওয়াসহ নানা উপহার।
ওশান প্যারাডাইসের পরিচালক আবদুল কাদের মিশু বলেন, পর্যটন একটি সম্ভাবনাময় শিল্প। বিশ্বের দীর্ঘতম সৈকতকে ঘিরে এগুচ্ছে কক্সবাজারের পর্যটন। আমরাই সৈকত তীরে প্রথম পাঁচ তারকা হোটেল শুরু করেছি। এরপর থেকে পর্যটকদের বাড়তি বিনোদন দিতে বিলাসী জীবনে বাংলার ঐতিহ্য ও সংস্কৃতিকে তুলে ধরতে পথিকৃতের ভূমিকায় রয়েছি। ১৪ এপ্রিল বাংলা বর্ষবরণ নিয়ে হোটেল প্রঙ্গণে আমরা তিন দিনব্যাপী গ্রামীণ মেলার আয়োজন করে বিনোদিত করি পর্যটকসহ সব শ্রেণী পেশার মানুষকে। সেভাবে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবসের পরিবর্তে আমরা আয়োজন করি ঋতুরাজ বসন্তকে বরণে ফাগুন উৎসব।
বিগত সময়ের মতো এবারো ফাগুন উৎসব আয়োজন হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, মেলা-পিঠা উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি এবার প্রতিযোগিতাও রাখা হয়েছে। এতে অংশ নিতে যোগ দিতে হবে আমাদের ফেসবুক ইভেন্টে। এরপর মেলা এবং আয়োজনের অনুসঙ্গের যতখুশি ছবি তুলে নিজের ফেসবুকে আপলোড দিয়ে ৫ বন্ধুকে ট্যাগ করতে হবে। বাড়তি পয়েন্টের জন্য আমাদের ফেসবুক ইভেন্টেও ছবি আপলোড করা যাবে। একটি রিভিউ লিখতে হবে আমাদের হোটেলের পেজে। সকল পোস্টে অবশ্য হ্যাশট্যাগ (#oplfalgunuthshob1426) হুবহু দিতে হবে। হোটেল গেস্ট হলে রুমে দেয়া সিট কুপনের ছবিও আপলোড দিতে হবে।
আবদুল কাদের মিশু বলেন, প্রতিযোগিতা শেষে রয়েছে পুরস্কারও। প্রথম বিজয়ী পাবেন হোটেলের ক্রিয়েটিভ স্টুডিও স্যুইটে ২ রাত সঙ্গী নিয়ে থাকাসহ বিশেষ ক্যান্ডেল লাইট ডিনার, ২য় বিজয়ী ক্রিয়েটিভ স্টুডিও স্যুইটে ১ রাত থাকাসহ ক্যান্ডেল লাইট ডিনার আর ৩য় বিজয়ী পাবেন, প্রিমিয়ার ডিলাক্সে ১ রাত থাকাসহ ক্যান্ডেল লাইট ডিনার। সকলকে অনুষ্ঠান উপভোগ করতে আমন্ত্রণ জানিয়েছেন তিনি।