বইমেলায় মুস্তাফিজুর রহমান নাহিদের উপন্যাস ‘সুখমহল’
ভালোবাসা দিবসে প্রকাশিত হচ্ছে কথাসাহিত্যিক ও নাট্যকার মুস্তাফিজুর রহমান নাহিদের নতুন উপন্যাস ‘সুখমহল’। প্রকাশক কুঁড়েঘর প্রকাশনী লিমিটেড। প্রচ্ছদ এঁকেছেন মিতা মেহেদী।
‘সুখমহল’ একটি সামাজিক ও জীবনধর্মী উপনাস। অর্ক, গৌরি, রাকিব, রাজ, আনজিরা বেগম, মসলেম উদ্দীনসহ বেশ কিছু চরিত্রকে ঘিরে জীবনবোধের গল্প ফুটে ওঠেছে এখানে।
লেখক জানান, ‘নাটক, উপন্যাস, গল্প, কবিতা যা-ই লিখি না কেন সব সময় একটু ভিন্ন ধারায়ই লিখতে ভালোবাসি।’
অন্যদিকে বইমেলায় তার শিশুতোষ গ্রন্থ ‘ভূতের অঙ্ক পরীক্ষা’ প্রকাশিত হচ্ছে টুনটুনি প্রকাশনী থেকে। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। ভূতের গল্প হলেও বইটির প্রতিটি গল্পে আলাদা বার্তা রয়েছে- এমন দাবি করেছেন মুস্তাফিজুর রহমান নাহিদ।
তিনি জানান, ‘প্রতিটি গল্প থেকেই বাচ্চারা নতুন কিছু শিখতে পারবে।’