বাঘাবাড়ি বন্দরে ট্রাক ধর্মঘট প্রত্যাহার, চলবে সার সরবরাহ
বাড়তি ভাড়া পাওয়ার আশ্বাসে সিরাজগঞ্জের বাঘাবাড়ি নৌ-বন্দর হতে উত্তরাঞ্চলের ১৬ জেলার বাফার গুদামে সার সরবরাহকারী ট্রাক চালকেরা ধর্মঘট প্রত্যাহার করে নিয়েছেন।
শনিবার সন্ধ্যায় বাঘাবাড়িতে উপজেলা প্রশাসন, বন্দর কর্তৃপক্ষ, ট্রাক মালিক বন্দোবস্তকারী সংগঠন, ইজারাদার ও পুলিশের উপস্থিতিতে যৌথ সভায় এ সিদ্ধান্ত হয়।
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে দেশব্যাপী চলছে পরিবহন ধর্মঘট। ফলে শুক্রবার থেকে বাঘাবাড়ি নৌ-বন্দর থেকে উত্তরাঞ্চলের ১৬ জেলার ১৪টি বাফার গুদামে রাসায়নিক ইউরিয়া সার সরবরাহ বন্ধ ছিল।
উপজেলা নির্বাহী অফিসার শাহ মো. শামসুজ্জোহা বলেন, "জ্বালানী তেলের দাম বেড়ে যাওয়ায় ট্রাক মালিকরা ভাড়া বৃদ্ধির দাবি করায় প্রতি বস্তা সার সরবরাহে ২/৩ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত হয়েছে। বিষয়টি সারের ঠিকাদাররা মেনে নেয়ায় ট্রাকের মাধ্যমে উত্তরাঞ্চলে সার সরবরাহের জটিলতা কেটে গেছে।"
গতকাল রাত থেকেই তারা সার সরবরাহ শুরু করেছেন বলে আশ্বস্ত করেন তিনি। এর পাশাপাশি জরুরী সেবার আওতায় সার বহনকারী ট্রাকগুলো রাস্তায় চলাচল করবে।
শাহজাদপুরের বাঘাবাড়ি নৌ-বন্দরে ট্রাক বন্দোবস্তকারী সংগঠনের সভাপতি জালাল উদ্দিন মোল্লা বলেন, "প্রতি ৫০ কেজি সারের বস্তায় উত্তরাঞ্চলের দূরের জেলাগুলোর ক্ষেত্রে ৩ টাকা এবং কাছের জেলাগুলোর ক্ষেত্রে ২ টাকা করে ভাড়া বৃদ্ধি করা হয়েছে। ওই বৈঠকের পর আগে থেকে লোড দেয়া সারবাহী ট্রাকগুলো শুক্রবার রাতেই গন্তব্যে ছেড়ে গেছে। সকাল (রোববার) থেকে পুরোদমে সার সরবরাহকারী ট্রাকগুলো চলাচল করবে।"