না ফেরার দেশে বাংলাদেশের প্রথম ট্রিপল সেঞ্চুরিয়ান
এমন একটি মাইলফলক গড়েছিলেন, যা এখনও জ্বলজ্বলে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ট্রিপল সেঞ্চুরি করেছিলেন তারিকুজ্জামান মুনির। বাংলাদেশের সাবেক এই ক্রিকেটার বুধবার মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর।
পরিবারসহ সিলেট যাচ্ছিলেন তারিকুজ্জামান। যাওয়ার পথে ব্রাক্ষ্মণবাড়িয়ায় কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। বুকে ব্যথা ওঠার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাকে। কিন্তু তাতে লাভ হয়নি, হাতপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
আশির দশকে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটে খেলেছেন তারিকুজ্জামান। ১৯৮৪-৮৫ জাতীয় চ্যাম্পিয়নশিপ ক্রিকেটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হয়ে ধানমন্ডি আবাহনী মাঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যায়ের বিপক্ষে ৩০৮ রানের ইতিহাসগড়া ইনিংস খেলেন ডানহাতি এই ব্যাটসম্যান।
তার ক্লাব ক্যারিয়ারের শুরু ১৯৭৬-৭৭ মৌসুমে। ঈগলেটস ক্লাবের হয়ে ক্রিকেটে পেশাদার যাত্রা শুরু হয় তারিকুজ্জমানের। এরপর বিভিন্ন সময়ে তিনি আবাহনী, মোহামেডান, বিমান ও জিএমসিরির হয়ে খেলেছেন।
জাতীয় দলের হয়েও খেলেছেন তারিকুজ্জমান। ১৯৮৫ সালে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে দুটি ম্যাচ খেলেন তিনি। ১৯৯০-৯১ মৌসুমে ক্রিকেটকে বিদায় বলেন সাবেক এই ক্রিকেটার।
ক্রিকেট ছাড়ার পর কর্পোরেট জীবন শুরু হয় তার, তবে ক্রিকেট থেকে দূরে থাকেননি। বাংলাদেশ ক্রিকেটের নানা ভূমিকায় তাকে দেখা গেছে। বিসিবির লজিস্টিকস ও প্রটোকল কমিটির সাবেক সদস্য সচিব তিনি। ২০১১ বিশ্বকাপে বাংলাদেশে লোকাল অর্গানাইজিং কমিটির টুর্নামেন্ট ম্যানেজার হিসেবে তিনি কাজ করেছেন। সাবেক জাতীয় ক্রিকেটার আসাদুজ্জামান মিশার ছোট ভাই তিনি।