প্রকাশ্যে নৌকায় ভোট দেওয়ার ভিডিও ধারণ, সাংবাদিককে মারধর
শরীয়তপুর সদর উপজেলার তুলাসার ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৭ নম্বর ওয়ার্ডের দশরশি এবতেদায়ী মাদ্রাসা কেন্দ্রে সাংবাদিককে লাঞ্ছিত করার ঘটনা ঘটেছে।
ওই কেন্দ্রে প্রকাশ্যে ভোট প্রদানের ভিডিও ধারণ করতে গেলে হামলার শিকার হন ডিবিসি চ্যানেলের শরীয়তপুর প্রতিনিধি বিএম ইশ্রাফিল। আজ বৃহস্পতিবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইনের সমর্থকরা তার ওপর হামলা চালায়।
মারধরের শিকার দুই সাংবাদিক হলেন, ডিবিসি চ্যানেলের শরীয়তপুর জেলা প্রতিনিধি বি এম ইশ্রাফিল এবং দীপ্ত টিভি ও বাংলা ট্রিবিউনের জেলা প্রতিনিধি রাজিব হোসেন।
বিএম ইশ্রাফিল সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।
স্থানীয় সূত্র জানায়, সদর উপজেলার তুলাসার ইউপিতে আওয়ামী লীগের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক জামাল হোসাইন। আর মনোনয়ন না পেয়ে প্রার্থী হয়েছেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও বর্তমান চেয়ারম্যান জাহিদুল ইসলাম।
তুলাসারের বিভিন্ন কেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকরা নৌকা প্রতীকে প্রকাশ্যে ভোট দিচ্ছেন, এমন খবর পেয়ে দুপুর ১টার দিকে ডিবিসির বিএম ইশ্রাফিল ও অন্যান্য সাংবাদিক সেখানে উপস্থিত হন।
তারা প্রকাশ্যে ভোট দেয়ার দৃশ্য ভিডিও ধারণ করতে গেলে আওয়ামী লীগের কর্মীরা ডিবিসির ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তারা সাংবাদিক ইশ্রাফিলকে মারধর করেন। পরে সহকর্মী ও স্থানীয়রা তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
বিএম ইশ্রাফিল বলেন, 'তুলাসার ইউনিয়নের বিভিন্ন কেন্দ্রে প্রকাশ্যে নৌকা প্রতীকে ভোট নেয়া হচ্ছিল। আমি একটি কেন্দ্রে এমন দৃশ্য ভিডিওতে ধারণ করছিলাম। আওয়ামী লীগের সমর্থকরা আমাকে ও সহকর্মীদের বাধা দেয়। কক্ষ থেকে বের করে মারধর করে। বিষয়টি সাথে সাথে পুলিশ ও স্থানীয় আওয়ামী লীগের নেতাদের জানানো হয়েছে।'
আওয়ামী লীগের প্রার্থী জামাল হোসাইন বলেন, 'সাংবাদিকের ওপর হামলার ঘটনা দুঃখজনক। বিষয়টি আমি জেনেছি। তবে কে বা কারা এ হামলার সাথে জড়িত, বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ ধরনের ঘটনা আমাকে মর্মাহত করেছে।'
শরীয়তপুর সদরের পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আক্তার হোসেন বলেন, 'সাংবাদিকের পেশাগত কাজে বাধা প্রদান এবং মারধর ধৃষ্টতামূলক কাজ। হামলার ঘটনাটি মৌখিকভাবে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।'