ছয় কেন্দ্রের মধ্যে চারটিতেই নেই আওয়ামী লীগের পোলিং এজেন্ট!
ইউনিয়ন পরিষদ নির্বাচনে সব কেন্দ্রে পোলিং এজেন্ট দিতে পারেননি ক্ষমতাসীন আওয়ামী লীগের একজন প্রার্থী। ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার নেকমরদ ইউনিয়নে ঘটেছে এ ঘটনা। খবর প্রথম আলোর।
জানা যায়, এই আসনে ছয়টি কেন্দ্রের মধ্যে চারটিতেই ছিল না আওয়ামী লীগের কোনো পোলিং এজেন্ট। বাকি দুটি কেন্দ্রের বেশ কিছু কক্ষেও কোনো এজেন্ট পাওয়া যায়নি।
নেকমরদ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দাঁড়িয়েছেন হামিদুর রহমান। আর তার বিপরীতে দাঁড়িয়েছেন একই দলের বিদ্রোহী প্রার্থী আবুল হোসেন।
নেকমরদের আলিমুদ্দিন সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা তিতুমীর রহমান জানান, সকাল থেকে অন্য সব প্রতীকের এজেন্টরা কেন্দ্রে আসলেও আওয়ামী লীগের প্রার্থীর এজেন্টরা আসেননি।
তিনি আরও জানান, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী হামিদুর রহমান নিজেও এই কেন্দ্রেই ভোট দিয়েছেন। তবে তাকে পোলিং এজেন্ট না থাকার কথা জানানো হলে তিনি বিষয়টি দেখছেন বলে চলে যান। তবে শেষ পর্যন্ত নৌকা মার্কার কোনো পোলিং এজেন্টকে কেন্দ্রে আসতে দেখা যায়নি।