দিল্লির বায়ুদূষণের ট্রলে ছেয়ে গেছে টুইটার
নয়া দিল্লিতে বাড়ছে বায়ু দূষণ। দূষণের কারণে স্বাস্থ্যজনিত জটিলতায় ভুগছে সাধারণ মানুষ। বুধবার দ্বিতীয় দিনের মতো দিল্লির বাতাসের এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) ছিল সর্বনিম্ন পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, দূষিত বায়ু গ্রহণ দিনে মাত্রাতিরিক্ত ধূমপানের মতোই ক্ষতিকর।
এদিকে, দীপাবলির সময় পটকাবাজি ফোটানোয় বেড়েছে বায়ু দূষণ। অন্যদিকে, ফসল কাটার পর মাঠে থাকা ফসলের গোড়া ও আগাছা সহজে পরিষ্কারের জন্য পাঞ্জাবের কৃষকরা আগুন ধরিয়ে দেন। সেই ধোঁয়াও বাতাসের সঙ্গে দিল্লিতে এসে বাড়িয়েছে দূষণের মাত্রা।
দিল্লি ও আশেপাশের অঞ্চলগুলো যখন কালো ধোঁয়াশায় ছেয়ে গেছে তখন সোশ্যাল মিডিয়াও পিছিয়ে নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে দূষণ নিয়ে হাসি-ঠাট্টায় মেতে উঠেছেন নেটিজেনরা। হ্যাশট্যাগ দিল্লি পলিউশন দিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রল ও মিম পোস্টের সংখ্যা বাড়ছে। সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনীতিবিদরাও সেখানে যোগ দিয়েছেন। তবে এসব ট্রল ও মিমকে সমালোচনার নতুন ভাষা হিসেবে ইতিবাচকভাবেই দেখছেন বিশ্লেষকরা।
টুইটারে শেয়ার করা এমনই কিছু মিম দেখে নেওয়া যাক:
এদিকে, দিল্লিতে যমুনা নদীতে বিষাক্ত সাদা ফেনা ভেসে বেড়ানোর ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার পর তা নিয়েও শুরু হয়েছে ট্রল। ডিটারজেন্ট এবং শিল্প-কারখানার বর্জ্য থেকে অ্যামোনিয়া ও ফসফেটের মাত্রা বৃদ্ধি পাওয়ায় সৃষ্টি হয়েছে এই ফেনা।
সংবাদ সংস্থা পিটিআইয়ের মতে, দিল্লির বায়ু দূষণের প্রধান চারটি কারণ হলো: ধুলা, যানবাহনের কালো ধোঁয়া, বর্জ্য পোড়ানো এবং ক্ষেতে আগুন দেওয়া।
- সূত্র: এনডিটিভি