আপাতত এই চোটটা সারুক: অনুপম
৬ ডিসেম্বর ২০১৫। বিয়ে। তারপর ছয় বছরের পথচলা।
১১ নভেম্বর ২০২১। বিবাহ-বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা।
তিন দিন পেরিয়ে গেল। কেমন আছেন অনুপম রায়? ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার অনলাইনের লাইভে এসে নিজেকে অনেকখানিই মেলে ধরলেন শিল্পী।
না, সদ্য প্রাক্তন স্ত্রী পিয়া চক্রবর্তীর সম্পর্কে কোনও মন্তব্য করেননি। কিন্তু বিয়ে, বন্ধন নিয়ে প্রশ্ন করা হলে এড়িয়েও যাননি অনুপম। জানিয়ে দিয়েছেন নিজের মনের কথা। যে মন এখন ধূসর, অস্পষ্ট।
প্রশ্ন আসে, বিয়েতে এখনো বিশ্বাস আছে নাকি অনুপমের?
কয়েক মুহূর্ত চুপ থেকে গায়ক বলেন, ''আমার মনে হয়, এই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য এই সময়টা যথাযথ নয়।''
এমন জবাবের কারণও ব্যাখ্যা করেছেন গায়ক-সুরকার-গীতিকার। খেলাপ্রেমী অনুপম তুলে এনেছেন মাঠের অভিজ্ঞতাকে। তার কথায়, ''যখন একজন খেলোয়াড়ের পায়ের হ্যামস্ট্রিং ছিঁড়ে যায়, সেই চোট সারতে বেশ কিছুটা সময় লাগে। তাকে তখন বসে যেতে হয়। পরবর্তী ম্যাচটা কবে খেলবেন, তা তখন ভাবেন না তিনি। মন থাকে চোটের দিকে। সেই আঘাত সারানোর জন্য সময় নেন।''
ঠিক সেভাবেই অনুপমও বিবাহ-বিচ্ছেদের পর নিজের মনের আঘাতের প্রতি যত্নবান। তাকে আগে সেরে উঠতে হবে। তারপর মাথায় আসবে পরের ম্যাচের কথা।
অনুপম বলেন, ''এই আঘাত সারিয়ে তুলে হয়তো আগামী বছর বা তারও বেশি সময় পরে এই প্রশ্নের যথাযথ উত্তর আমি দিতে পারব।'' কিন্তু প্রেম, ভালবাসার উপর বিশ্বাস হারাননি তিনি।
শিল্পীর কথায়, ''এই বিবাহ-বিচ্ছেদটা আমার জীবনের অন্যতম ক্ষতি। আজকে আমি একটা কঠিন সময়ে দাঁড়িয়ে রয়েছি। তাই বলে পুরনো ভাল স্মৃতিগুলো মিথ্যে হয়ে যায়নি। সেই মানুষটির সঙ্গে একটা দীর্ঘ সম্পর্কে থাকাকালীন কত চিন্তাভাবনার আদান-প্রদান হয়েছে। আমার জীবনের অনেকটাই তো তাকে দিয়ে তৈরি। এই মুহূর্তে আমার জীবনে ভালবাসা নেই বলে ভালবাসার উপর বিশ্বাস হারাইনি আমি।''
ভাঙনের আঘাত এখনও দগদগে। ব্যক্তিগত মতানৈক্য এবং ভাবনার বিস্তর ফারাক। সে কারণেই আর স্বামী-স্ত্রী নয়, বন্ধু হিসেবেই থাকবেন পিয়া এবং অনুপম। গত বৃহস্পতিবার সে কথাই টুইট করে জানিয়েছিলেন তারকা দম্পতি।
- সূত্র- আনন্দবাজার পত্রিকা