৬০০ বছর পর দীর্ঘতম চন্দ্রগ্রহণ বিস্ময়াভিভূত হয়ে দেখল মানুষ!
গত ৬০০ বছরের মধ্যে দীর্ঘতম চন্দ্রগ্রহণ দেখা গেল আজ। ১৪৪০ সালের পর দীর্ঘতম এই চন্দ্রগ্রহণ এই আংশিক চন্দ্রগ্রহণ প্রায় সাড়ে তিন ঘণ্টা স্থায়ী হয়। গোটা উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, পলিনেশিয়া, অস্ট্রেলিয়া ও উত্তর-পূর্ব এশিয়ার কিছু অংশ থেকে গেখা গেছে আজকের চন্দ্রগ্রহণ।
আজকের পর এমন গ্রহণ ফের দেখা যাবে ২৬৬৯ সালে।
সূর্য, পৃথিবী ও চাঁদ যখন একই সরলরেখায় চলে আসে তখনই চন্দ্রগ্রহণ ঘটে। চাঁদের নিজস্ব আলো না থাকায় সূর্যের আলোয় আলোকিত হয় সে। চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর আড়ালে ঢাকা পড়ায় চাঁদে সূর্যালোক পৌঁছাতে পারে না। এ সময় পৃথিবী চাঁদের আলোয় নিজের ছায়া দেখতে পায়।
আমেরিকার মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্যানুসারে, আজ চাঁদের ৯৭ শতাংশ ঢাকা পড়েছিল পৃথিবীর আড়ালে। এ কারণে একে আংশিক চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। পুরো চাঁদ ঢাকা পড়লে তাকে বলা হলো পূর্ণ চন্দ্রগ্রহণ। তবে আক্ষরিক অর্থে আংশিক হলেও শুক্রবারের চন্দ্রগ্রহণ অনেকটা পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণই।
আজকের চন্দ্রগ্রহণ শুরু হয় বাংলাদেশ সময় বেলা ১টা ১৯ মিনিটে, শেষ হয় ৪টা ৪৭ মিনিটে। এ সময় চাঁদ ধারণ করেছিল টকটকে লালবর্ণ। ফলে সৃষ্টি হয় অসাধারণ কিছু দৃশ্যের। চলুন ছবিতে ছবিতে দেখে নেওয়া যাক বিশ্বের বিভিন্ন স্থানে কেমন দেখা গেছে আজকের চন্দ্রগ্রহণ।