জুতার ভেতর থেকে বেরোল ৬৮ লাখ টাকার স্বর্ণ
চাঁদপুর রেলওয়ে স্টেশন থেকে এক ব্যক্তির জুতার ভেতর থেকে সোয়া এক কেজি সোনার বার উদ্ধার করেছে পুলিশ।
১৯ নভেম্বর সাগরিকা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় ১০৪ ভরি ১০ আনা স্বর্ণের ২টি বার। ট্রেন থেকে নামার সময় সুপ্লব ধর নামে একজনকে এই সোনাসহ আটক করে পুলিশ।
শুক্রবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী ২৯ নং সাগরিকা এক্সপ্রেস ট্রেন চাঁদপুর লাকসাম রেলপথের মেহের স্টেশন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনের ১৬৩৯ নং বগির (জ) সিট নং ৬৪-এর যাত্রী সুপ্লব ধরকে কঠোর নজরদারিতে রাখা হয়।
পরে চাঁদপুর রেলওয়ে স্টেশনে নামার সময় চাঁদপুর রেলওয়ে থানার পরিদর্শক মুরাদ উল্লাস বাহারের নেতৃত্বে সুপ্লব ধরকে তল্লাশি করা হয়।
তল্লাশি চলাকালে সুপ্লবের মেন্ডেল শু চেক করার সময় সেটির ওজন অস্বাভাবিক বেশি মনে হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়। থানায় পৌঁছে ২টি জুতার সুকতলার ভেতর থেকে স্কচটেপ পেঁচানো ধাতব সোনার বার বের করা হয়।
আটক সুপ্লব ধর চট্টগ্রাম জেলার সাতকানিয়া উপজেলার রামপুর বণিক পাড়ার অজিত ধরের ছেলে।
সুপ্লব জানান, চট্টগ্রাম হাজারী গলি থেকে এক ব্যক্তি তাকে ঢাকার তাঁতী বাজারে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ পদ্ধতিতে জুতার সুকতলায় সোনার বার দুটি সেট করে দেন।
উদ্ধারকৃত সোনার ওজন ১ কেজি ২১৯ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য ৬৮ লাখ ৫৫ হাজার টাকা।
এ ঘটনায় চাঁদপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এ বিষয়ে চাঁদপুর রেলওয়ে থানার পরিদর্শক মুরাদ উল্লা বাহার বলেন, 'আজ ২০ নভেম্বর আটক সুপ্লব ধরকে আদালতে তোলা হবে এবং ৫ দিনের রিমান্ডের আবেদন করা হবে।'