বিশ্বজয়ী রাকিবুলের বাড়িতে তিল ধারণের ঠাঁই নেই
বিশ্বকাপ জয়ী ক্রিকেটার রাকিবুল হাসান স্থায়ীভাবে বসবাস করেন ঢাকায়। এর আগেও ময়মনসিংহে তার গ্রামে এসেছেন কয়েকবার। গ্রামের মেঠো পথ দিয়ে ঘুরে বেড়িয়েছেন আর আট দশ জনের মতোই। তবে এবারের প্রেক্ষাপট একবারেই ভিন্ন। বিশ্বকাপ জয়ের অংশীদার হওয়ার পর মঙ্গলবার ময়মনসিংহের ফুলপুর উপজেলার কুড়িপাড়া গ্রামে যান রাকিবুল।
তাকে স্বাগত জানাতে তৈরি করা হয় অর্ধশত সংবর্ধনা গেট। রাস্তার পাশে দাঁড়িয়ে থাকেন শত শত জনতা। গ্রামের মেঠোপথ লোকে লোকারণ্য। তার তিন মাস বয়সে যে গ্রামের বাড়ি ছেড়ে তাকে নিয়ে ঢাকায় পাড়ি জমান বাবা-মা। ভগ্ন দশায় পরে থাকা সেই ঘরেই দেখলেন লেগেছে বিদ্যুত সংযোগ। জানতে পারলেন খেলায় জেতার পর তার বাড়ি ময়মনসিংহে জেনে বিদ্যুৎ সংযোগ দিয়ে গেছে পল্লী বিদ্যুৎ অফিস।
স্থানীয় কুড়িপাড়া মদিনাতুল উলূম মাদ্রাসা মাঠে আয়োজন করা হয় সংবর্ধনা সভার। সেখানে বক্তব্য রাখেন গ্রামের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। বক্তৃতায় দাবি জানানো হয় রাকিবুলের গ্রামের এই মাদ্রাসাটি উন্নয়নের। সঙ্গে গ্রামের রাস্তা ঘাট পাকা করনেরও দাবি তুলে বক্তব্য দেন তারা।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকা ফুলপুর উপজেলা চেয়ারম্যান আতাউল করিম রাসেল এসময় ঘোষণা দেন মাদ্রাসাটির বাউন্ডারির ব্যবস্থা করবেন তিনি। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথা বলা হয়।
তাদেরই একজন কৃষক জইমত আলী বললেন, রাস্তা ঘাট এখনো মাটির। কোনো উন্নয়নের মুখ দেখছি না। তারা আশা করছেন রাকিবুল আরও ভালো খেললে গ্রামের উন্নয়ন হতে পারে। তাই দোয়া করছি সে যেন ভালো করে।
নিজ এলাকার মানুষের ভালোবাসায় সিক্ত রাকিবুল হাসান বলেন, নিজেকে উজাড় করে দেশের জন্য খেলে যেতে চাই । গ্রামে এমন ভালোবাসা পাব ভাবিনি। গ্রামবাসীর কাছে দোয়া চেয়েছি।