শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা আতঙ্ক
মালয়েশিয়ান এয়ারলাইন্সের ঢাকাগামী একটি ফ্লাইটের যাত্রীর কাছে বোমা থাকার খবর পেয়ে বুধবার (১ ডিসেম্বর) রাতে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সতর্কতামূলক অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পাকিস্তানের দুই নাগরিক মালয়েশিয়া এয়ারলাইন্সের ওই বিমানে করে বোমা নিয়ে আসছেন বলে খবর আসে তাদের কাছে।
কুয়ালালামপুর থেকে আসা এমএইচ-১৯৬ ফ্লাইটটি রাত ৯টা ৩৮ মিনিটে ঢাকায় অবতরণ করে। বিমানে ১৩৫ জন যাত্রী ছিলেন।
অবতরণের পরই বিমানের ভিতর তল্লাশি শুরু করে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয়কারী দলের সদস্যরা। র্যাবের কর্নেল কে এম আজাদ বলেন, "বিমানটি রাত সাড়ে আটটায় কুয়ালালামপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার পর পরই আমাদের কাছে খবর আসে, দুই যাত্রী বোমা আনছেন। এরপর নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ প্রস্তুতি নেয়।"
ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, "ফ্লাইটের একজন যাত্রীর কাছে বোমা থাকার খবর ছড়িয়ে পড়ার পর বিমানবন্দরে নিরাপত্তা জোরদার করা হয়। অবতরণের পরপরই একটি দল বিমানটিতে তল্লাশি শুরু করে।"
তবে বিমানে কোনো বোমা পাওয়া যায়নি বলে বৃহস্পতিবার রাত ১টায় সাংবাদিকদের জানায় আইনশৃঙ্খলা বাহিনী।
শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল-আহসান সাংবাদিকদের বলেন, "একটি খবরের ভিত্তিতে এই তল্লাশি চালানো হয়। বিমানে যাত্রী ছিলেন ১৩৫ জন। যাত্রীদের পাশাপাশি কেবিন ও সব লাগেজ স্ক্যান করা হয়েছে। কোথাও বোমা পাওয়া যায়নি।" বিমানবন্দরের কাজকর্ম স্বাভাবিক হয়েছে বলেও জানিয়েছেন তিনি।