নতুন ৪২টি ড্রেজার কিনছে বাংলাদেশ সরকার
নতুন করে ৪২টিরও বেশি ড্রেজার কেনার প্রক্রিয়া শুরু করছে বাংলাদেশ সরকার। ইউনাইটেড নিউজ অব বাংলাদেশের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ৩৮টি ড্রেজার কেনার পর নতুন আরও ড্রেজার কিনতে যাচ্ছে সরকার।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) পরিকল্পনার আওতায় পলির পরিমাণ কমিয়ে নদী রক্ষা করতে এ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
এ সপ্তাহের শুরুতে জাতীয় প্রেসক্লাবে 'বাংলাদেশে নদীর নাব্যতা নিশ্চিতকরণ এবং পলি ব্যবস্থাপনার চ্যালেঞ্জসমূহ' শীর্ষক সেমিনারে প্রতিমন্ত্রী এ তথ্য তুলে ধরেন।
অনুষ্ঠানে মূল বক্তব্য রাখেন সেন্টার ফর এনভায়রনমেন্টাল অ্যান্ড জিওগ্রাফিক ইনফরমেশন সার্ভিসেসের সিনিয়র উপদেষ্টা ডা. মমিনুল হক সরকার।
মমিনুল বলেন, "সেচ, নৌ-চলাচল এবং পানির উপযোগিতা বাড়াতে বন্যা, জলাবদ্ধতা ও নদীভাঙনের প্রভাব কমিয়ে নদী ব্যবস্থাপনা প্রয়োজন।"
সেমিনারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক অখিল কুমার বিশ্বাস, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস খান প্রমুখ।
- সূত্র: ড্রেজিংটুডে