তামিমের অবসরের ঘোষণায় ড্রেসিং রুমে অস্থিরতা ছিল না, জানালেন সাকিব
বিনা মেঘেই বজ্রপাত হয়েছিল, হঠাৎ করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। দীর্ঘদিনের ভাবনা থেকে অবসরের সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেও অভিজ্ঞ এই ওপেনার যে বেশ কিছু কারণে অভিমান থেকে ক্রিকেটকে বিদায় বলে দেন, সেটা কম-বেশি সবাই বুঝতে পেরেছেন।
পরদিন প্রধানমন্ত্রী ডেকে নিয়ে বোঝানোর পর সিদ্ধান্ত পাল্টে ফেরার ঘোষণা দেন তামিম। তিনি ফিরলেও পুরো ঘটনায় দলের ওপর নিশ্চয়ই প্রভাব পড়েছে, ড্রেসিং রুমে আবহাওয়া গুমট হয়েছে। যদিও বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান জানালেন, ড্রেসিং রুমে অস্থিরতা দেখেননি তিনি। এমনকি দল হারলেও ড্রেসিং রুমে বিশেষ কোনো পরিবর্তন আসে না বলে জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার।
তামিমের অবসরের সিদ্ধান্তে নিশ্চিয়ই বাংলাদেশের ড্রেসিং রুমে প্রভাব পড়েছিল, সেটা কাটিয়ে ওঠা গেছে কিনা? এমন প্রশ্নের উত্তরে সাকিব বললেন, 'আসলে দেখুন, বাইরে থেকে অনেক সময় অনেক কিছু মনে হতে পারে। ড্রেসিং রুম আমার কাছে কখনোই মনে হয়নি যে আমরা আনসেটেলড ছিলাম কিংবা এখন আছি। আবহ তো আমি সব সময়ই মনে করি ভালো আছে।'
'ফলাফলের কারণে আপনারা সব সময় চিন্তা করবেন যে, ড্রেসিং রুমের অবস্থা ভালো নাকি খারাপ। তবে আমার কাছে মনে হয় না যে ড্রেসিং রুমের আবহ খুব একটা পরিবর্তন হয় আমরা জিতি বা হারি। আমাদের এখন চেষ্টা থাকে সব সময় প্রতিদিন কীভাবে নিজেদের উন্নতি করতে পারি এবং সেই হিসেবে দলের হয়ে পারফর্ম করতে পারি ও দলে অবদান রাখতে পারি।' যোগ করেন সাকিব।
আফগানিস্তানের বিপক্ষে প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ হারা বাংলাদেশ টি-টোয়েন্টি সিরিজে ভালো করতে মরিয়া। সিলেটে অনুষ্ঠেয় দুটি টি-টোয়েন্টিই জিততে চান অধিনায়ক সাকিব। সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে বৃহস্পতিবার তিনি বলেন, 'আমাদের দলের লক্ষ্য অবশ্যই যেন আমরা দুটি ম্যাচই জিততে পারি। যদিও খুব একটা সহজ হবে না, তবে আমাদের আশা এটাই থাকবে।'
আর সবার মতো সাকিবেরও ভাষ্য, টি-টোয়েন্টি ফরম্যাটে ছোট-বড় দল বলে কিছু নেই। যেকোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে বলে এই ফরম্যাটে চ্যালেঞ্জ অনেক বেশি। তার মতে এটা উপভোগ করাই আসল, 'প্রতিটি সিরিজই কিন্তু একটা চ্যালেঞ্জ। বিশেষ করে টি-টোয়েন্টি সংস্করণে চ্যালেঞ্জটি আরও বেশি হয়। কারণ, সব দলেরই সমান সুযোগ থাকে। এখানে আসলে বড় দল, ছোট দল আছে বলে মনে হয় না। যেকোনো দল যেকোনো দলকে হারাতে পারে বা ক্ষমতা রাখে। সেক্ষেত্রে চ্যালেঞ্জটা অনেক বেশি এবং এই চ্যালেঞ্জটাই আমাদের উপভোগ করার বিষয়।'