ট্রাম্পের গাড়ি নিয়ে চিন্তায় আগ্রার প্রশাসন
ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। আগ্রার খেরিয়া বিমানবন্দরে অপেক্ষা করবে ট্রাম্পের বিখ্যাত গাড়ি ‘বিস্ট’। সত্যিকার অর্থেই বিস্ট বা পশু যেন এই গাড়ি। সাড়ে ছয় টন ওজনের এই যান্ত্রিক পশুকে নিয়েই এবার চিন্তায় পড়েছেন আগ্রার স্থানীয় প্রশাসনের কর্মীরা।
প্রথমত, গাড়িটি নিয়েই কি তাজমহলের ভেতরে যেতে চান ট্রাম্প? মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা রক্ষীদের পরিকল্পনা নিয়ে চিন্তায় আছেন আগ্রাবাসী। কেননা ভারত সরকারের ১৯৯৮ সালের আইন অনুযায়ী, যেকোনো ধরণের যান্ত্রিক বা বৈদ্যুতিক যান ১৬ শতকের এই স্থাপনার কাছে নিয়ে যাওয়া নিষেধ করা হয়েছে।
দ্বিতীয়ত, আগ্রা বিমান বন্দরের এক কিলোমিটারের মধ্যে একটি সেতু আছে। এই সেতু হালকা যানবাহনের জন্য বানানো। কিন্তু এই দুর্বল সেতু কি সাড়ে ছয় টন ওজনের মার্কিন প্রেসিডেন্টের গাড়ি বহরের ভার বইতে পারবে?
আগামী ২৪ ফেব্রুয়ারি ভারতে পৌঁছুবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও তার স্ত্রী মেলানিয়া ট্রাম্প। একে একে ভ্রমণ করবেন আগ্রা, আহমেদাবাদ আর হায়দ্রাবাদ শহর।
পুলিশ কমিশনার (আগ্রা বিভাগ), অনিল কুমার হিন্দুস্তান টাইমসকে জানান, মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা বাহিনী এই রুট আর সেতু সম্পর্কে জানে। এ বিষয়ে কোনও উদ্বেগ প্রকাশ করেনি তারা।”
আর তাজমহলে গাড়ি নিয়ে প্রবেশ করার বিষয়ে তিনি জানান, এতেও খুব একটা সমস্যা হওয়ার কথা নয়। এর আগে ২০০০ সালে বিল ক্লিনটন তার গাড়িবহর নিয়ে তাজ প্রাঙ্গণের পূর্বদিকের গেট দিয়ে প্রবেশ করেছিলেন।
তবে এর দুই বছর পর যখন আবার ভারত সফরে আসেন ক্লিনটন, তখন তাকে একটি বিশেষ ব্যাটারিচালিত বাস ব্যবহার করতে হয়েছিল।