ইংল্যান্ডে ভ্যাকসিন পাস ছাড়া শীর্ষ পর্যায়ের খেলা দেখতে পারবেন না ভক্তরা
করোনায় প্রায় দেড় বছর পর ইংল্যান্ডের স্টেডিয়ামগুলো চালু হলে আনন্দের সীমা ছিল না খেলাপ্রেমীদের মধ্যে। বহুদিন পর নিজ নিজ দলকে সমর্থন দিতে ঝাঁক বেঁধে মাঠে জড়ো হয়েছিলেন সমর্থকেরা। কিন্তু গতকাল বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন নতুন করে কড়া কোভিড-১৯ বিধিনিষেধ জারি করার পর সেই আনন্দে কিছুটা ভাঁটা পড়তে যাচ্ছে।
কারণ নতুন নিয়ম অনুযায়ী, ভ্যাকসিন কার্ড দেখানো ছাড়া ইংল্যান্ডের শীর্ষ পর্যায়ের ম্যাচগুলোতে মাঠে ঢুকতে পারবেন না কোনো দর্শক।
ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে নতুন 'এনএইচএস কোভিড পাস' বাধ্যতামূলক করেছে ব্রিটিশ সরকার। দশ হাজারের বেশি মানুষ জড়ো হতে পারে এমন সব আয়োজনের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে।
এছাড়া, বসার ব্যবস্থা নেই এমন যেকোনো ইনডোর ভেন্যুতে যদি পাঁচশো এবং আউটডোর ভেন্যুতে চার হাজারের বেশি মানুষ জড়ো হয়, সেক্ষেত্রেও কোভিড পাস দেখাতে হবে।
ইংল্যান্ডে কোভিড 'প্ল্যান বি' এর অংশ হিসেবে এই নিয়ম জারি করা হয়েছে যা আগামী ১৫ ডিসেম্বর থেকে কার্যকর হবে।
প্রধানমন্ত্রী বরিস জনসন জানান, দুই ডোজ় ভ্যাকসিন নিয়েছেন এমন সব ব্যক্তিই এই কোভিড পাস সংগ্রহ করতে পারবেন। তবে বুস্টার প্রোগ্রামের মেয়াদ বাড়ানোয় এটিকে পর্যবেক্ষণের অধীনে রাখবে ব্রিটিশ সরকার।
করোনা মহামারি শুরুর পর থেকে ব্রিটেনে এযাবত ১ লাখ ৪৫ হাজারেরও বেশি মানুষের মৃত্যু ঘটেছে। তবে দ্রুত টিকাদান কর্মসূচি শুরু করায় করোনার প্রভাব কমিয়ে আনতে সক্ষম হয়েছে যুক্তরাজ্য।
কিন্তু শক্তিশালী ওমিক্রন ভ্যারিয়েন্টের আগমন সারা বিশ্বের সরকারগুলোকে আরও একবার চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। এরই মধ্যে ব্রিটেনে ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত ৫৬৮ জনের সন্ধান পাওয়া গেছে।
স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড ইতোমধ্যেই নিজস্ব কোভিড বিধিনিষেধ আরোপ করেছে এবং আরও অনেক কঠোর নিয়ম জারি করেছে।
সূত্র: রয়টার্স