সাদা বলের ক্রিকেটে দুই অধিনায়ক রাখা সম্ভব ছিল না: সৌরভ
বিশ্বকাপ দিয়ে টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছেড়েছেন বিরাট কোহলি। বিশ্বকাপের আগেই দেওয়া ঘোষণায় জানিয়েছিলেন, টেস্ট এবং ওয়ানডের অধিনায়কত্ব চালিয়ে যেতে চান তিনি। কিন্তু দুই মাসেই বদলে গেল বাস্তবতা। ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরিয়ে দেওয়া হলো কোহলিকে।
ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, অধিনায়কত্ব ছাড়তে ৪৮ ঘণ্টা সময় দেওয়া হয়েছিল কোহলিকে। এই সময়ের মধ্যে সিদ্ধান্ত না নেওয়ায় নতুন অধিনায়ক চূড়ান্ত করে ফেলে বিসিসিআই। ভারতের ওয়ানডে দলের নতুন অধিনায়ক করা হয়েছে রোহিত শর্মাকে। ওয়ানডে ও টি-টোয়েন্টিতে নেতৃত্ব দেবেন রোহিত, কোহলি শুধু টেস্টে অধিনায়কত্ব করবেন।
সাদা বলে দুই অধিনায়কের পক্ষে ছিলেন না নির্বাচকরা। তাই টি-টোয়েন্টির পর রোহিত শর্মাকেই ভারতের একদিনের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। যা মেনে নিয়েছেন বিরাট কোহলি। ভারতের সংবাদসংস্থা পিটিআইকে এমনটাই জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়।
সৌরভ বলেন, 'আমরা বিরাটকে টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে সরে না দাঁড়ানোর জন্য অনুরোধ করেছিলাম। কিন্তু ও (টি-টোয়েন্টিতে) অধিনায়ক থাকতে চায়নি। নির্বাচকরা মনে করেন যে সাদা বলের দুই ফরম্যাটে দু'জন অধিনায়ক হতে পারেন না। যা বাড়াবাড়ি হয়ে যাচ্ছে।'
সৌরভের দাবি, নির্বাচকরা মনে করেছেন যে সাদা বলের দুটি ফরম্যাটে একাধিক অধিনায়ক থাকলে দলের মধ্যেই ধন্দ তৈরি হবে। সেজন্য চেতন শর্মার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি সাদা বলে এক অধিনায়কের পক্ষে সিদ্ধান্ত নেয়।
বিসিসিআই প্রেসিডেন্ট বলেন, 'আমি (ধন্দের বিষয়ে) জানি না। কিন্তু সেটাই (নির্বাচকরা) মনে করেছিলেন। সেভাবেই সিদ্ধান্ত নেওয়া হয় যে সাদা বলে অধিনায়কত্ব করতে দেওয়া হোক রোহিতকে। লাল বলে অধিনায়কত্ব করবে বিরাট।'
এমনিতে ওয়ানডে ক্রিকেটে অধিনায়ক হিসেবে বিরাটের রেকর্ড দুর্দান্ত। জয়ের নিরিখে ক্লাইভ লয়েড, রিকি পন্টিং এবং হ্যানসি ক্রোনিয়ের পরই আছেন বিরাট (ন্যূনতম ৫০ ম্যাচ)। কিন্তু তার অধিনায়কত্বে ভারত কোনও আইসিসি টুর্নামেন্ট জিততে না পারার বিষয়টি বিরাটের ক্ষেত্রে বরাবরই নেতিবাচক দিক হয়ে উঠেছে। সেটাও কি অধিনায়ক পরিবর্তনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কিনা, তা নিয়ে কোনও মন্তব্য করতে চাননি সৌরভ।
তিনি বলেন, 'কী আলোচনা হয়েছে এবং নির্বাচকরা কী বলেছেন, তা নিয়ে আমি এর থেকে বেশি কিছু বলতে পারব না। কিন্তু এটাই (সাদা বলের ক্রিকেটে এক অধিনায়ক নীতি) রোহিতকে সাদা বলের ক্রিকেটে অধিনায়ক করার কারণ। যা বিরাট মেনে নিয়েছে।'
যদিও তারপর প্রশ্ন উঠছে, একদিনের ক্রিকেটে ভারতীয় দলের অধিনায়কত্ব থেকে বিরাটকে সরানোর 'প্রাথমিক' কারণ বোঝা গেল। কিন্তু 'গৌণ' কারণটা কী? সে উত্তর দেননি সৌরভ। তিনি শুধু বলেন, 'বিষয়টি নিয়ে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। নির্বাচক কমিটির প্রধান চেতন শর্মাও কথা বলেছেন।'
- সূত্র- হিন্দুস্তান টাইমস