চ্যাম্পিয়ন্স ট্রফি হকির শুরুতেই বাংলাদেশের বড় হার
ঘরের মাঠে খেলা, চেনা মাঠ, চেনা পরিবেশ। কিন্তু এতেই যে শক্তিশালী দলের বিপক্ষে ফল মেলে না, সেটা আরও একবার বুঝলো বাংলাদেশ। শক্তিশালী ভারতের বিপক্ষে বড় হার দিয়ে এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকি মিশন শুরু করলেন জিমি-আশরাফুলরা।
বুধবার মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত বিশ্ব র্যাংকিংয়ের তৃতীয় স্থানে থাকা ভারতের বিপক্ষে ৯-০ গোলের বিশাল ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
ম্যাচের প্রথম কোয়ার্টারে আটটি পেনাল্টি কর্নার পেলেও ভারতকে গোল দেয়া থেকে বিরত রাখতে সক্ষম হয় বাংলাদেশ। তবে শেষ রক্ষা হয়নি। ১২ মিনিটে ললিত কুমার উপাধ্যায় ফিল্ড গোল করে ভারতকে এগিয়ে নেন। ১-০ গোলে এগিয়ে থেকে প্রথম কোয়ার্টার শেষ করে ভারত।
দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে তারা। প্রথমটি ছিল ২২তম মিনিটে দিলপ্রিত সিংয়ের ফিল্ড গোল। পরের গোলটি ২৯তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে করেছেন ললিতকুমার উপাধ্যায়। তৃতীয় কোয়ার্টারে তিন গোল করে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী দলটি।
৩১তম ও ৪৩তম মিনিটে গোল করে স্কোরলাইন ৫-০ করেন জার্মানপ্রিত সিং। ৪৪ মিনিটে দিলপ্রিত সিং ফিল্ড গোল করলে ভারত ৬-০ ব্যবধানে এগিয়ে যায়।
ম্যাচের শেষ কোয়ার্টারে বাকি তিন গোল করে ভারত। ৫৪তম মিনিটে ফিল্ড গোল করেন আকাশদ্বীপ সিং। পরের মিনিটেই গোলের দেখা পান মানদ্বীপ মোর। ৫৭তম মিনিটে হারমানপ্রিত সিং গোল করে স্কোরলাইন ৯-০ করেন।