টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ
একমাত্র টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ। মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। টস হেরে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ।
বাংলাদেশের একাদশ কেমন হবে, সেটা অনুমেয়ই ছিল। পাকিস্তানের বিপক্ষে খেলা টেস্ট দল থেকে দুটি পরিবর্তন এসেছে। টেস্ট থেকে মাহমুদউল্লাহ রিয়াদ ও রুবেল হোসেনকে বাদ দিয়ে দুটি জায়গা খালি করেছে বিসিবি। পাকিস্তান সফর থেকে নিজেকে সরিয়ে নেওয়া মুশফিকুর রহিম ফিরেছেন একাদশে।
গত বছরের নভেম্বরে ভারত সফরের পর প্রথমবারের মতো বাংলাদেশের হয়ে খেলতে নামলেন মুশফিক। একাদশে জায়গা হয়েছে ডানহাতি অফ স্পিনার নাঈম হোসেনের।
নাঈমের পাশাপাশি একাদশে আছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। পেস বিভাগ সামলাবেন আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।
তাকসিন আহমেদ বিবেচনায় থাকলেও তাকে একাদশে নেওয়া হয়নি।
এ ছাড়া একাদশের বাইরে আছেন মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী ও হাসান মাহমুদ।
মুস্তাফিজ ও হাসান যে একাদশে থাকবেন না, টেস্ট শুরুর আগেরদিনই সেটা নিশ্চিত হয়ে যায়। আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো জানান, ‘মুস্তাফিজকে একাদশে নেওয়া হবে না।’
আর বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) ফাইনালে খেলতে শুক্রবারই কক্সবাজারের উদ্দেশে রওনা দেন হাসান মাহমুদ।
২০১৮ সালের পর প্রথমবারের মতো জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলতে নেমেছে বাংলাদেশ। দুই দলের মধ্যকার সর্বশেষ টেস্ট সিরিজটি ১-১ ব্যবধানে ড্র হয়।
এখন পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে ১৬টি টেস্ট খেলে ৬টিতে জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ে জয় পেয়েছে ৭টিতে, বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, তাইজুল ইসলাম, আবু জায়েদ রাহি ও এবাদত হোসেন।
জিম্বাবুয়ে একাদশ: প্রিন্স মাসভুয়ারে, কেভিন কাসুজা, ক্রেইগ আরভিন (অধিনায়ক), ব্রেন্ডন টেলর, টিমিসের মারুমা, সিকান্দার রাজা, চেজিস চাকাভা, ডোনাল্ট ট্রিপিয়ানো, ভিক্টর নায়াউচি, এইন্সলে এনডিলভু ও চার্লটন ও টিসুমা।