জাপানের বিপক্ষে পাত্তাই পেল না বাংলাদেশ
হারে শুরু, হারেই বসবাস। এশিয়ান চ্যাম্পিয়নশিপ ট্রফি হকিতে হেরেই যাচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে উড়ে যাওয়া স্বাগতিকরা পরের ম্যাচে দক্ষিণ কোরিয়ার বিপক্ষে লড়াই করে। কিন্তু তৃতীয় ম্যাচে আবারও প্রতিরোধহীন হার। জাপানের বিপক্ষে লড়াই-ই করতে পারল না আশরাফুল ইসলামের দল।
বৃহস্পতিবার মাওলানা ভাষানী হকি স্টেডিয়ামে রাউন্ড রবিন লিগে নিজেদের তৃতীয় ম্যাচে জাপানের বিপক্ষে ৫-০ গোলের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ।
প্রথম কোয়ার্টারে ভালোই খেলে বাংলাদেশ, কোনো গোল হজম করেনি তারা। দ্বিতীয় কোয়ার্টার থেকে শুরু হয় জাপানের গোল উৎসব। ২১তম মিনিটে কেনতা তানাকার ফিল্ড গোল করে জাপানকে এগিয়ে নেন। তিন মিনিট পরই রাইকি ফুজিশিমা পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন।
তৃতীয় কোয়ার্টারে ৩৬তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে জাপানের কাতো রাইওসেই গোল পেলে বাংলাদেশ ৩-০ ব্যবধানে পিছিয়ে পড়ে। ৪২তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে কাতো রাইওসেই নিজের দ্বিতীয় গোল করেন। তৃতীয় কোয়ার্টারেই ৫৭তম মিনিটে জাপানের ৫-০ ব্যবধানের জয় নিশ্চিত করেন সেরেন তানাকা। ম্যাচে বাংলাদেশ তিনটি পেনাল্টি কর্নার পেলেও গোল আদায় করে নিতে পারেনি।
এই জয়ে ৩ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে সেমি-ফাইনালে উঠেছে জাপান। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে শেষ চারে উঠেছে ভারত। ৪ ম্যাচে ৬ পয়েন্ট পাওয়া দক্ষিণ কোরিয়াও শেষ চার নিশ্চিত করেছে। এক হার ও দুই ড্রয়ে ৩ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া পাকিস্তান সেমির পথে বাংলাদেশের চেয়ে এগিয়ে আছে।
রোববার শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হবে পাকিস্তান। এই ম্যাচে ড্র করতে পারলেই তারা সেমি-ফাইনালে উঠবে। আর পাকিস্তানকে হারাতে পারলে শেষ চারের টিকেট পাবে স্বাগিতক বাংলাদেশ।