নিরাপত্তারক্ষীকে ‘ঘুষি’ মারার অভিযোগ স্বীকার রড স্টুয়ার্টের
বিখ্যাত ব্রিটিশ সংগীতজ্ঞ স্যার রড স্টুয়ার্ট ও তার ছেলে ২০১৯ সালে ফ্লোরিডার একটি হোটেলে নিরাপত্তারক্ষীর সঙ্গে ঝগড়ায় জড়িয়ে পড়া ও মারধরের অভিযোগ স্বীকার করেছেন।
পুলিশের প্রতিবেদনে বলা হয়েছে, গায়ক রড স্টুয়ার্ট এবং ছেলে শনকে ২০১৯ সালের নববর্ষের রাতে একটি ব্যক্তিগত পার্টিতে প্রবেশে বাধা দেওয়া হলে, তারা দুজনেই নিরাপত্তাকর্মীকে লাঞ্ছিত করেন। প্রতিবেদনে আরও উল্লেখ আছে, ৪১ বছর বয়সী শন নিরাপত্তারক্ষীকে ধাক্কা দিয়েছিলেন এবং স্যার রড (৭৬) নিজের 'বন্ধ মুষ্টি দিয়ে' নিরাপত্তারক্ষীর বুকে আঘাত করেছিলেন।
বাবা ও ছেলে উভয়েই তাদের এই ছোটখাটো শারীরিক হামলার অপরাধের কথা স্বীকার করেছেন।
স্যার রডের আইনজীবী গাই ফ্রনস্টিন বলেন, "এর মানে হল, তাদেরকে এখন আর আদালতে বা জেলে যেতে হবে না।" বিচারক রায় স্থগিত করেছেন, যার অর্থ দাঁড়ায় তাদেরকে আনুষ্ঠানিকভাবে দোষী সাব্যস্ত করা হয়নি।
আইনজীবী ফ্রনস্টিন আরও বলেন, "এই ঘটনায় কেউ আহত হয়নি এবং বিচারকদের একটি বোর্ড স্যার রড স্টুয়ার্টকে অভিযোগের জন্য দোষী বলে মনে করেননি।"
নিরাপত্তারক্ষী জেসি ডিক্সনের সঙ্গে বাবা ও ছেলের ঝগড়াটি হয়েছিল বিলাসবহুল ব্রেকার্স পাম বিচ হোটেলে। ডিক্সনের ভাষ্য অনুযায়ী, শন স্টুয়ার্টকে ফিরে যেতে বলা হলে তিনি ডিক্সনের সঙ্গে ঝগড়ায় উদ্ধত হন। আদালতের নথি অনুসারে, স্যার রড নিরাপত্তারক্ষীর দিকে এগিয়ে গিয়ে তার বাম পাঁজরে 'ঘুষি' মারা আগে শন স্টুয়ার্ট তাকে ধাক্কা দিয়েছিলেন।
এ ঘটনায় নিজের অপরাধের জন্য স্যার রড স্টুয়ার্ট ক্ষমা চেয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
- সূত্র: বিবিসি