খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ গ্রেফতার ১
খুলনায় ৩৯ লাখ টাকার জাল নোটসহ এস এম মামুন (৪৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন বাগেরহাট সদর উপজেলার পাইকপাড়া গ্রামের এস এম মতলেবের ছেলে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) শেখ মনিরুজ্জামান মিঠু জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দুপুর দেড়টার দিকে নগরীর জিরোপয়েন্ট এলাকা থেকে ৩৯ লাখ টাকার জাল নোটসহ মামুনকে গ্রেপ্তার করা হয়। জব্দকৃত সবগুলোই এক হাজার টাকার নোট।
নগরীর লবণচরা থানার ওসি আবুল খায়ের জানান, এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
এর আগে গত বৃহস্পতিবার রাতে নগরীর খালিশপুর থানা এলাকা থেকে জাল টাকা তৈরির সরঞ্জামসহ দুই জনকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে চার হাজার টাকার জাল নোট, তিনটি কালার প্রিন্টার, একটি লেমিনেটিং মেশিন, একটি ল্যাপটপ, একটি টাকা তৈরির ডিজিটাল প্লেট, ছয়টি বোতলে (রিফিল) কালি এবং সাদা রঙের দুই বান্ডিল ট্রেস পেপার জব্দ করা হয়।
এছাড়া গত শুক্রবার জেলার কয়রা থানা পুলিশ অভিযান চালিয়ে ছয়টি ৫০০ টাকার জাল নোটসহ ইসহাক আলী (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।