পানামা পেপারস কেলেঙ্কারিতে আবারও ঐশ্বরিয়াকে তলব
পানামা পেপারস কেলেঙ্কারিতে পিছু ছাড়ছে না বচ্চন পরিবা্রের। বচ্চন বধূ ঐশ্বরিয়া রাইকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (এডি)। আজই হাজিরা দিতে বলা হয়েছিল সাবেক বিশ্বসুন্দরীকে; ব্যক্তিগত কারণ দেখিয়ে অন্য একদিন সময় চেয়ে নিয়েছিলেন তিনি।
কিন্তু সর্বশেষ ভারতীয় সংবাদমাধ্যম নিউজ ১৮-এর খবর, জিজ্ঞাসাবাদের জন্য ইডির দপ্তরে হাজির হয়েছেন তিনি।
কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা রাখার অভিযোগ আজ নতুন নয়। সুইস ব্যাঙ্কের নাম এই মামলায় প্রসিদ্ধ। তবে ইদানিং একাধিক দ্বীপরাষ্ট্রে টাকা গচ্ছিত রাখার প্রবণতা চোখে পড়েছ। পানামা আসলে তেমনই একটি দ্বীপ। কিন্তু এই দ্বীপরাষ্ট্রেই অফশোর কোম্পানির মাধ্যমে টাকা রাখতেন বিশ্বের বহু ধনী ও প্রভাবশালী ব্যক্তিরা।
২০১৬ সালে পানামার একটি আইনি প্রতিষ্ঠান 'মোসাক ফনসেকা'-এর মাধ্যমে সেসব ব্যক্তিদের নাম ফাঁস হয়ে যায়, যেখানে উঠে আসে ১১০০ ভারতীয় নাম। সেই তালিকায় নাম রয়েছে ঐশ্বরিয়ারও। অ্যাশের বিরুদ্ধে অভিযোগ, কর ফাঁকি দিয়ে বিদেশে টাকা পাচার করেছেন তিনি।
পানামা কেলেঙ্কারিতে শুরু থেকেই আলোচনায় রয়েছে বচ্চন পরিবার। ঐশ্বরিয়ার পাশাপাশি অমিতাভ বচ্চনের নামও জড়িয়েছে এখানে। এর আগেও দুইবার অভিনেত্রীকে সমন পাঠিয়েছিল কেন্দ্রীয় সংস্থা, কিন্তু সময় চেয়েও হাজিরা দেননি অভিনেত্রী।
সূত্র: হিন্দুস্তান টাইমস