ওমিক্রনে বিশ্বজুড়ে বড়দিনের কয়েক হাজার ফ্লাইট বাতিল
ওমিক্রন সংক্রমণের মাত্রা বেড়ে যাওয়ায় বিশ্বজুড়ে বাণিজ্যিক এয়ারলাইনগুলো ৪৫০০ এর বেশি ফ্লাইট বন্ধের ঘোষণা দিয়েছে। আসন্ন বড়দিনকে কেন্দ্র করে যাত্রীদের করোনায় সংক্রমিত হবার আশঙ্কায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।
ফ্লাইট ট্রাকিং ওয়েওবসাইট 'ফ্লাইটএওয়ারে' প্রকাশিত তথ্যানু্যায়ী, গত শুক্রবার এয়ারলাইনগুলো বিশ্বব্যাপী ২৪০১টি ফ্লাইট বাতিল করেছে । শুক্রবার ছুটির দিন হওয়াতে এদিন বিমানের অতিরিক্ত চাপ থাকে। কমপক্ষে, দশ হাজার বিমান দেরি করে বিমানবন্দর ত্যাগ করেছে।
ওয়েবসাইটে দেখানো হয়, রোববারের ৪০২টি ফ্লাইটসহ বিশ্বজুড়ে বড়দিনের ১৭৭৯ টি ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইটএওয়ারের তথ্যানুসারে, মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তাহান্তে সমস্ত বাতিল ফ্লাইটের এক চতুর্থাংশেরও বেশি বাণিজ্যিক বিমান চলাচল করে। নভেম্বরে শনাক্তকৃত করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে যুক্তরাষ্ট্রের তিন চতুর্থাংশ রোগী আক্রান্ত হয়েছে। ইস্টার্ন সিবোর্ড এলাকার মতো স্থানে ৯০ শতাংশ রোগীই ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত।
রয়টার্সের তথ্য অনুযায়ী, গত সপ্তাহে মার্কিন যুক্তরাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা প্রতিদিন গড়ে ৪৫ শতাংশ বেড়ে ১,৭৯,০০০ জন হয়েছে। যুক্তরাষ্ট্রের মধ্যপশ্চিমাঞ্চল, বিশেষত ইন্ডিয়ানা, ওহিও এবং মিশিগানের প্রচুর পরিমাণে আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হচ্ছেন। এতে করে স্বাস্থ্যসেবা দিতে হিমশিম খাচ্ছে স্থানীয় স্বাস্থ্য ব্যবস্থা। ব্রিটেনে অনেক শিল্প-কারখানা এবং পরিবহন সংস্থাগুলোতে জনবলের অভাব দেখা দিয়েছে।
অফিস ফর ন্যাশনাল স্ট্যাটিস্টিকসের প্রকাশিত তথ্য মতে, গত সপ্তাহে লন্ডনের ২০ জনের মধ্যে একজন করোনাক্রান্ত ছিলেন। সরকারি হিসাবে, শুক্রবার দেশব্যাপী ১ লাখ ১২ হাজার ১৮৬টি নতুন সংক্রমণের কথা বলা হয়েছে। তৃতীয় দিনে চিহ্নিত করা হয়েছে যেখানে সংক্রমণের সংখ্যা এক লক্ষ ছাড়িয়ে গেছে। সাম্প্রতিক গবেষণায় বলা হয়েছে যে ওমিক্রন তুলনামূলক কম অসুস্থ করে এবং কোভিড-১৯ এর আগের ধরনের আক্রান্তের তুলনায় হাসপাতালে ভর্তির হার কম।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির প্রধান জেনি হ্যারিস বিবিসিকে বলেন, 'বড়দিনে আশার ঝলক দেখা যাচ্ছে। তবে এটা এখনও কম গুরুত্ব দিয়ে দেখার পর্যায়ে আসেনি'। শুক্রবারে ফ্রান্সে রেকর্ড সংখ্যক রোগী কোভিডে আক্রান্ত হয়েছেন। দেশটিতে দৈনিক ৯৪ হাজার রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, যা গত সাত মাসের তুলনায় অনেক বেশি।
বিশ্বজুড়ে অনিশ্চয়তা এবং আক্রান্তের ভয়াবহতা সত্ত্বেও বহু মার্কিন নাগরিক ছুটি উদযাপনের জন্য তৈরী হচ্ছেন। অনেককে স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বাইরে ঘোরাফেরা করতে দেখা গিয়েছে। এদিকে নিউ ইয়র্ক প্রশাসন আসন্ন নববর্ষ উপলক্ষ্যে টাইমস স্কয়ারে জনসমাগম নিয়ন্ত্রণ করার কথা জানিয়েছে।
- সূত্র: রয়টার্স