উৎকণ্ঠার মধ্যেই চলছে চতুর্থ ধাপের ইউপি নির্বাচন
উৎকণ্ঠার মধ্যেই আজ রোববার চতুর্থ ধাপে দেশের ৮৩৮টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮টায় ভোটগ্রহণ শুরু হয়ে কোনো বিরতি ছাড়াই চলবে বিকাল ৪টা পর্যন্ত।
চতুর্থ ধাপে ৮৩৮ ইউপির মধ্যে ৮০০ ইউপিতে কাগজের ব্যালট এবং ৩৮টিতে ইভিএমে ভোট নেওয়া হবে।
আইন ও সালিশ কেন্দ্রের এক রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে ৪৪২টি সহিংস ঘটনা ঘটেছে। এতে ৮৭ জন মারা গেছেন।
আগের ধাপগুলোর মতোই চতুর্থ ধাপেও সহিংসতার ঘটনা ঘটেছে। এছাড়া স্থানীয় কয়েকজন সংসদ সদস্যের বিরুদ্ধে নির্বাচনী বিধি নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
ভোটকেন্দ্রে প্রার্থীর এজেন্টের কাছে টাকার খাম, সহকারী প্রিসাইডিং অফিসার প্রত্যাহার
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার মনিয়ন্দ ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ চলাকালে এক চেয়ারম্যান প্রার্থীর এজেন্টের কাছে সহকারী প্রিসাইডিং অফিসারের নাম লেখা টাকার খাম উদ্ধার করা হয়েছে। রোববার (২৬ ডিসেম্বর) সকাল ১০টায় মনিয়ন্দ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই কেন্দ্রের সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীকে প্রত্যাহার করা হয়েছে। এছাড়া হাবিবুল বাশার (৩৮) নামে ওই এজেন্টকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ডপ্রাপ্ত বাশার মনিয়ন্দ ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী লুৎফুর রহমান ভূইয়াঁর এজেন্ট ছিলেন।
মনিয়ন্দ উত্তর সরকারী প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা মো. ইফতেখার রসুল সিদ্দিক জানান, ওই এজেন্ট কেন্দ্রে বসে মোবাইলে কথা বলছিলেন। তার কাছ থেকে মোবাইল নিতে চাইলে তিনি উত্তেজিত হয়ে কেন্দ্রে প্রভাব বিস্তারের চেষ্টা করেন। পরে তার কাছ থেকে আরও একটি মোবাইল ফোন এবং সহকারী প্রিসাইডিং অফিসার অলোক কুমার চক্রবর্তীর নাম লেখা একটি খাম উদ্ধার করা হয়। খামে ১৭ হাজার টাকা ছিল। এরপর বাশারকে ভ্রাম্যমাণ আদালতে তোলা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম তাকে ছয় মাসের কারাদণ্ড দেন।
আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুমানা আক্তার জানান, টাকার খাম উদ্ধারের ঘটনায় সহকারী প্রিসাইডিং অফিসারকে কেন্দ্র থেকে প্রত্যাহার করে এজেন্টকে কারাদণ্ড দেওয়া হয়েছে।
ইভিএমে পাল্টে গেছে দুই প্রার্থীর প্রতীক
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার রমজাননগর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক পাল্টে গেছে। দ্রুত এ সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তা রুহুল আমিন।
রোববার (২৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও বিপত্তি বাঁধে দুই ইউপি সদস্য প্রার্থীর প্রতীক নিয়ে। বেলা সাড়ে ১১টা পর্যন্ত চাঁদখলী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়নি।
৩ নং ওয়ার্ডে মাজেদ লড়ছেন মোরগ প্রতীক নিয়ে কিন্তু ইভিএম মেশিনে তার প্রতীক দেখানো হয় ফুটবল। অন্যদিকে, রুহুল লড়ছেন ফুটবল প্রতীক নিয়ে কিন্তু তার প্রতীক দেখানো হয়েছে মোরগ। এটি মানতে রাজি হন নি দুই ইউপি সদস্য প্রার্থী।
ভোটকেন্দ্রে প্রার্থীর খাবার ফিরিয়ে দিচ্ছেন পুলিশ কর্মকর্তা
ভোটকেন্দ্রে কোন প্রার্থীর দেওয়া খাবার খাবেন না দায়িতপ্রাপ্ত এস আই শেখ মোহাম্মদ মোরশেদ আলী। এক প্রার্থীর খাবার খেলে অন্য প্রার্থী মনে করেন তাকে সহযোগিতা করছেন, সেকারণে কারো খাবারই খেতে চান না এই পুলিশ কর্মকর্তা।
সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের ২ নং ওয়ার্ডের ইসলামাবাদ দাখিল মাদরাসা ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করছেন তিনি।
শেখ মোহাম্মদ মোরশেদ আলী জেলার কালিগঞ্জ থানার উপ পরিদর্শক। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে তিনি বলেন, "ভোটকেন্দ্রে দায়িত্বপালন কালে আমি কোন প্রার্থীর খাবার খেতে চাই না। কারো খাবার খেলে অন্য প্রার্থী মনে করেন আমি তাকে সহযোগিতা করছি। ভোট হবে নিরপেক্ষ আমি কারো পক্ষে নই। সেকারণে কারো দেওয়া খাবার আমি খেতে রাজি নই। এরই মধ্যে অনেকেই বলেছেন তবে কারো খাবার গ্রহণ করবো না জানিয়ে দিয়েছি।"
তিনি বলেন, "শনিবার (২৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে কেন্দ্রে এসে পৌঁছাই। রাতে খাওয়া হয়নি। কেননা এটি উপকূলীয় অঞ্চল, দোকানপাটও খুব কম। আশেপাশে দোকানপাট না থাকায়, না খেয়েই থাকতে হয়েছে।"
এ সংবাদ লেখা পর্যন্ত এই কেন্দ্রে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।