সৌম্যর সেঞ্চুরি, শফিকুলের পাঁচ উইকেট
জাতীয় দলে ব্যাট হাতে ছন্দে না থাকলেও ঘরোয়া লঙ্গার ভার্সনের টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগে (বিসিএল) রানের ফোয়ারা বইয়ে দিচ্ছেন সৌম্য সরকার। আগের রাউন্ডে সেঞ্চুরি করা ওয়ালটন মধ্যাঞ্চলের বাঁহাতি এই ব্যাটসম্যান এই রাউন্ডে বিসিবি দক্ষিণাঞ্চলের বিপক্ষে তিন অঙ্ক ছুঁয়েছেন। এবার সেঞ্চুরি করেও আছেন অপরাজিত। আরেক ম্যাচে ইসলামি ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে বল হাতে দাপট দেখিয়েছেন বিসিবি উত্তরাঞ্চলের শফিকুল ইসলাম। বাঁহাতি এই পেসারের শিকার ৫ উইকেট।
বিসিএলের তৃতীয় রাউন্ডের ম্যাচে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিসিবি দক্ষিণাঞ্চলের মুখোমুখি হয়েছে মধ্যাঞ্চল। সৌম্য সরকারের সেঞ্চুরি ও অধিনায়ক শুভাগত হোমের হাফ সেঞ্চুরিতে ভালো অবস্থানে থেকে প্রথম দিন শেষ করেছে ওয়ালটন মধ্যাঞ্চল। ৪ উইকেটে তাদের সংগ্রহ ২৯৩ রান। সৌম্য ২৪৭ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ১২৮ ও শুভাগত ৮৮ বলে ৯টি চারে ৬২ রানে অপরাজিত আছেন।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো না হলেও সৌম্য সরকার ও সালমান হোসেন চাপ সামলে নেন। তাদের ১৩৯ রানের জুটিতে শক্ত অবস্থানে পৌঁছে যায় মধ্যাঞ্চল। সালমান ৭০ রান করে আউট হলেও সৌম্য তার প্রথম শ্রেণির পঞ্চম সেঞ্চুরি তুলে নেন।
এরপর শুভাগতর সঙ্গে ১১৬ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন তিনি। এর আগে দলটির দুই ওপেনার মিজানুর রহমান ৭ ও মোহাম্মদ মিঠুন ১২ রান করেন। তৈবুর রহমান করেন ২ রান। দক্ষিণাঞ্চলের দুই স্পিনার নাসুম আহমেদ ও রিশাদ হোসেন ২টি করে উইকেট নেন।
আরেক ম্যাচে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বিসিবি উত্তরাঞ্চলের পেসার শফিকুল ইসলামের বোলিং তোপে পড়ে মাত্র ১৬৬ রানেই গুটিয়ে গেছে পূর্বাঞ্চলের প্রথম ইনিংস। জবাবে বিনা উইকেটে ৭১ রান তুলে প্রথম দিনের খেলা শেষ করেছে উত্তরাঞ্চল। তানজিদ হাসান তামিম ৩৫ ও জুনায়েদ সিদ্দিকী ৩০ রানে অপরাজিত আছেন। ৯৫ রানে পিছিয়ে আছে তারা।
আগে ব্যাটিং করতে নেমে সুবিধা করতে পারেনি পূর্বাঞ্চল। দলটির হয়ে সর্বোচ্চ ৭০ রানের ইনিংস খেলেন মোহাম্মদ আশরাফুল। এ ছাড়া আফিফ হোসেন ধ্রুব ৩৭, প্রিতম কুমার ২৬ ও নাঈম হাসান ১৫ রান করেন। উত্তরাঞ্চলের বাঁহাতি পেসার শফিকুল ১৪ ওভারে ৩৫ রানে ৫টি উইকেট নেন। এ ছাড়া সানজামুল ইসলাম ৩টি ও মোহাম্মদ শরিফুল্লাহ ২টি উইকেট নেন।