মাইক্রোবাসের ওপর বাস, বিমানবন্দর সড়কে তীব্র যানজট
রাজধানীর খিলক্ষেতে হোটেল লা-মেরিডিয়ানের সামনে নিয়ন্ত্রণ হারিয়ে এনা পরিবহনের একটি বাস পাশের লেনের মাইক্রোবাসের ওপরে উঠে গেছে। এতে বিমানবন্দর সড়কের আশেপাশে যান চলাচল প্রায় স্থবির হয়ে গেছে।
মঙ্গলবার সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এনা পরিবহনের দ্রুতগামী একটি বাসের চালক স্টিয়ারিং থেকে নিয়ন্ত্রণ হারালে আইল্যান্ড ভেঙে বিপরীত লেনের একটি মাইক্রোবাসের ওপর উঠে যায় বাসটি।
খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুন্সি সাব্বির আহমেদ টিবিএসকে জানিয়েছেন, "এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।"
দুর্ঘটনার ফলে সকালে শত শত অফিসগামী ব্যক্তি বিমানবন্দর সড়কের টঙ্গিগামী লেনে আটকা পড়েন।
যানজট আব্দুল্লাহপুর, খিলক্ষেত, কুর্মিটোলা এবং বনানী ও মহাখালী পর্যন্ত ছড়িয়ে পড়ে। বাধ্য হয়ে শেষে অনেক অফিসগামীকে বিমানবন্দর সড়ক দিয়ে হেঁটে গন্তব্যে রওনা দিতে দেখা যায়।