বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ এখন কেইন তানাকা
গেল রবিবার নিজের ১১৯তম জন্মদিন পালন করেছেন বিশ্বের সবচেয়ে বৃদ্ধ ব্যক্তি কেইন তানাকা। প্রবীণতম এই নারীর পৌত্রী জুনকো তানাকা টুইটারে এই খবর শেয়ার করেন।
দাদির একটি ছবি শেয়ার করে টুইটারে জুনকো লেখেন, "অসামান্য অর্জন! কেইন তানাকা আজ ১১৯ বছরে পা রেখেছেন। আমার প্রত্যাশা, তুমি এভাবেই আরও অনেক বছর আনন্দ নিয়ে বেঁচে থাকো।"
সেই সাথে জুনকো বিশেষভাবে বানানো দুটি কোকা-কোলার বোতলের ছবিও শেয়ার করেন। বোতলের লেবেলে লেখা ছিল কেইন তানাকার নাম ও বয়স এবং এগুলো নিয়েই তাকে জন্মদিন উদযাপন করতে দেখা যায়।
জুনকো তার টুইটে আরও লেখেন, "জন্মদিনের প্রথম উপহার: কোকা-কোলা কোম্পানি তার (কেইন) স্মরণার্থে দুটি বার্থডে বোতল পাঠিয়েছে। দেখে সত্যিই মনে হচ্ছে, কেইন এখনো কোকা-কোলা পছন্দ করেন।"
২০১১ সালের মার্চে জুনকো জানিয়েছিলেন, তার প্রপিতামহী ২০২০ টোকিও সামার অলিম্পিকের শিখা প্রজ্জ্বলনের জন্য প্রস্তুত হচ্ছেন। কেইন তানাকার জীবনকে স্মরণীয় করে রাখতে ২০২০ সালেই টুইটার একাউন্ট খোলেন তিনি।
তিনি আরও বলেন, "আমি হয়তোবা একটু পক্ষপাতী, কারণ আমার সাথে তার সম্পর্ক আছে, কিন্তু এটা একটা দারুণ ব্যাপার… আমি তার জীবনের অনুপ্রেরণা ও আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই।
বিশ্বের প্রবীণতম ব্যক্তি কেইন তানাকার জন্ম ১৯০৩ সালে। উনিশ বছর বয়সে একজন চালের ব্যবসায়ীকে বিয়ে করেন তিনি এবং ১০৩ বছর পর্যন্ত নিজেদের দোকানেই কাজ করেন।
এক জীবনে বেশকিছু ঐতিহাসিক ঘটনার সাক্ষী হয়েছেন তানাকা। দুই বিশ্বযুদ্ধ, ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু এর মধ্যেও টিকে রয়েছেন তিনি। নিজের জীবদ্দশায় ৪৯টি গ্রীষ্মকালীন ও শীতকালীন অলিম্পিক গেমস দেখেছেন তানাকা।
গেল বছর সিএনএনকে দেওয়া সাক্ষাৎকারে তানাকার নাতি ইজি তানাকা বলেন, "অতীত সম্পর্কে আমার খুব বেশি কিছু মনে নেই। তবে আমার দাদি খুব মুক্তচিন্তার মানুষ এবং তিনি বর্তমানকে উপভোগ করেন।"
কেইন তানাকা বর্তমানে জাপানের ফুকুকা অঞ্চলে একটি নার্সিং হোমে বাস করছেন। তার পরিবার জানিয়েছে, গণিতের নানা সমাধান করার মাধ্যমে তিনি নিজেকে শারীরিক ও মানসিকভাবে ব্যস্ত রাখেন।
২০১৯ সালে গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডস কেইন তানাকাকে জীবিত প্রবীণতম ব্যক্তির স্বীকৃতি দিয়েছে।
২০২১ সালের সেপ্টেম্বরে স্পেনের সাতুরিনো ডি লা ফুয়েন্তে গার্সিয়া ১১২ বছর বয়সে বিশ্বের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তির খেতাব লাভ করেন। দীর্ঘ জীবনের মূলমন্ত্র হিসেবে গার্সিয়া বললেন, "একটা শান্ত জীবন… এবং কাউকে আঘাত না করা।"
জন্মদিনে টুইটার ব্যবহারকারীদের কাছ থেকেও উষ্ণ অভিনন্দন পেয়েছেন কেইন তানাকা। অনেকেই তার সুস্বাস্থ্য এবং আরও দীর্ঘ জীবন কামনা করেছেন।
সূত্র: সিএনএন