আবরার হত্যা মামলা: ২০ আসামির ডেথ রেফারেন্স হাইকোর্টে
বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২০ আসামির ডেথ রেফারেন্স সংক্রান্ত নথি আজ বৃহস্পতিবার (৬ জানুয়ারি) হাইকোর্টে পৌঁছেছে।
সুপ্রীম কোর্টের মুখপাত্র জেলা জজ সাইফুর রহমান দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, "যথাযথ প্রক্রিয়া শেষ হওয়ার পর আমরা এগুলো (নথিপত্র) শুনানির জন্য বেঞ্চে পাঠাব।"
বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরারকে ২০১৯ সালের ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়। আসামিরা ছিলেন ছাত্রলীগের কর্মী।
ফেনী নদীর পানি বণ্টন নিয়ে বাংলাদেশ-ভারত চুক্তির সমালোচনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্টের জন্য সহপাঠী আবরার ফাহাদকে হত্যার দায়ে গত বছরের ৮ ডিসেম্বর বুয়েটের ২০ শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড এবং আরও পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ঢাকা দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১।