কাশ্মীর ইস্যুতে ভারত-পাকিস্তানের ‘মধ্যস্থতাকারী’ হতে চান ট্রাম্প
দুইদিনের রাষ্ট্রীয় সফরে দিল্লি এসে কাশ্মীর ইস্যুতে ফের ভারত-পাকিস্তান সংঘাতে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার দিল্লির রাষ্ট্রপতি ভবনে নৈশভোজে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে বৈঠকে সন্ত্রাস দমন প্রসঙ্গে পুনরায় নিজেকে 'মধ্যস্থতাকারী'র ভূমিকায় রাখার প্রস্তাব দেন ট্রাম্প। খবর হিন্দুস্তান টাইমসের।
ভারত সফরের শেষ মুহুর্তে এসে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে 'ভালো সম্পর্কের' কথাও মনে করিয়ে দেন ট্রাম্প। ফলে অস্বস্তি বাড়ে ভারত শিবিরে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, "মধ্যস্থতা করতে বা এই বিষয়ে কোনও রকম সাহায্য করতে আমি আছি। ওরা (পাকিস্তান) কাশ্মীর নিয়ে কাজ করছে। দীর্ঘদিন ধরে কাশ্মীর বহু মানুষের চোখের কাঁটা হয়ে রয়েছে। সব গল্পেরই দুটো দিক রয়েছে।"
এ প্রসঙ্গে বলতে গিয়ে ট্রাম্প মন্তব্য করেন, "পাকিস্তান নিয়ে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে আলোচনা হয়েছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গেও আমার সম্পর্ক ভালো। তারা দুজনেই সীমান্ত সন্ত্রাস বন্ধ করতে তত্পর হয়েছেন।"
শত্রুভাবাপন্ন প্রতিবেশী এই দুই দেশের মধ্যে মধ্যস্থতা করার বিষয়ে সাংবাদিকরা আরও প্রশ্ন করলে ট্রাম্প বলেন, "আমি সে রকম কিছু বলিনি। ভারত ও পাকিস্তানের কাছে কাশ্মীর অবশ্যই বড় সমস্যা। দুই পক্ষই দীর্ঘদিন যাবত এ বিষয়ে উদ্যোগী হয়েছে। তারা এই সমস্যার সমাধান নিজেরাই বের করে নেবে।"
এর আগেও একাধিকবার কাশ্মীর প্রসঙ্গে ভারত ও পাকিস্তানের মধ্যে মধ্যস্থতা করার ইচ্ছা প্রকাশ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট।
'মোদীর সঙ্গে ধর্মীয় স্বাধীনতার বিষয়ে কথা বলেছি'
'প্রশ্নের মুখে' থাকা ভারতীয় নাগরিকদের ধর্মীয় স্বাধীনতা নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট।
তিনি জানান, ধর্মীয় স্বাধীনতা টিকিয়ে রাখতে মোদি সরকার 'কঠোর পরিশ্রম' করছে বলে তাকে জানানো হয়েছে।
"আমরা ধর্মীয় স্বাধীনতার বিষয়ে কথা বলেছি। মোদি বলেছেন, তারা চান যে ভারতীয় ধর্মীয় স্বাধীনতা থাকুক। মোদীকে অনেকের সামনে জিজ্ঞাসা করেছি আমি। তারা এটা নিয়ে কঠোর পরিশ্রম করেছে। আমি ব্যক্তিগত আক্রমণের বিষয়ে শুনেছি। কিন্তু আমি এটা নিয়ে আলোচনা করিনি। এটা ভারতের উপর ছেড়ে দিচ্ছি।"
'দিল্লির সংঘর্ষের কথা শুনেছি'
প্রেসিডেন্ট ট্রাম্পের ভারত আগমনের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লি। সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) পন্থী ও বিরোধী সমর্থকদের সংঘর্ষের মধ্যে ১১ জনের মৃত্যুর সংবাদ এসেছে।
এমন সময়ে দিল্লিতে ট্রাম্পের সফরে সাংবাদিকদের পক্ষ থেকে এ সম্পর্কিত প্রশ্ন যে থাকবেই তা অনুমিত। এ বিষয়ে ট্রাম্প জানান, দিল্লির সংঘর্ষের কথা শুনলেও তিনি এ নিয়ে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে কোনো আলাপ করেননি।
তিনি বলেন, "দিল্লির ঘটনা নিয়ে মোদির সঙ্গে কোনও আলোচনা হয়নি। আমি ব্যক্তিগত আক্রমণের বিষয়ে শুনেছি।"