‘আরআরআর’ ছবিতে কয়েক মিনিটের চরিত্র, অজয়-আলিয়ার পারিশ্রমিক কত জানেন?
ছবির প্রচার-ঝলক থেকে শুরু করে নানা অনুষ্ঠান ও সামাজিক যোগাযোগ মাধ্যম— আলিয়া ভাট এবং অজয় দেবগনের তাক লাগানো উপস্থিতি সর্বত্র। কিন্তু রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত 'আরআরআর' ছবিতে বলিউডের এই দুই তারকাই থাকছেন ক্যামিও চরিত্রে। এ কথা স্পষ্ট করে আগেই জানিয়ে দিয়েছিলেন এস এস রাজামৌলি। কিন্তু জানেন কি, অপেক্ষাকৃত 'ছোট' চরিত্রে অভিনয় করেও কত পারিশ্রমিক পেয়েছেন অজয়-আলিয়া?
ইন্ডাস্ট্রির সাথে সংশ্লিষ্ট জনৈক ব্যক্তি সংবাদমাধ্যমকে জানিয়েছেন, পূর্ণদৈর্ঘ্য চরিত্রের জন্য বলিউডে আলিয়া যা পারিশ্রমিক নিয়ে থাকেন, 'আরআরআর' ছবির ক্ষেত্রেও তা-ই নিয়েছেন। ওই ব্যক্তি বলেন, "ছবিতে ২০ মিনিটেরও কম সময় রয়েছেন আলিয়া। তার জন্য নয় কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি।"
অন্য দিকে, এই ছবির জন্য সাত দিন শুটিং করেছেন অজয়। সেই এক সপ্তাহের জন্য ৩৫ কোটি টাকা পারিশ্রমিক নিয়েছেন তিনি। ইন্ডাস্ট্রির ওই ব্যক্তির ভাষ্যে, উত্তর ভারতের দর্শকদের প্রেক্ষাগৃহে আনার জন্য ছবিতে বলিউডের এই দুই তারকাকে নেওয়া হয়েছে।
ছবিতে কম সময়ের জন্য থাকলেও আলিয়া এবং অজয়ের চরিত্রগুলো গুরুত্বপূর্ণ বলে জানিয়েছেন রাজামৌলি। দুই দক্ষিণী তারকার সঙ্গে সমান তালে অভিনয় করেছেন আলিয়া। অজয়ের চরিত্রকেও এ ছবির প্রাণ বলে তকমা দিয়েছেন পরিচালক।
সূত্র: আনন্দবাজার পত্রিকা