১৫ জানুয়ারি থেকে অর্ধেক যাত্রী নিয়ে চলবে বাস, ভাড়া অপরিবর্তিত
শনিবার (১৫ জানুয়ারি) থেকে ধারণক্ষমতার অর্ধেক যাত্রী নিয়ে চলবে গণপরিবহন। এবার ভাড়ায় কোনো পরিবর্তন হবেনা বলে জানিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)।
"বাসগুলি অর্ধেক যাত্রী বহন করবে, তবে এবার ভাড়া বাড়ানো হবে না," বুধবার পরিবহন মালিক ও শ্রমিকদের নেতাদের সাথে বৈঠকের পর বিআরটিএর পরিচালক মোঃ সারওয়ার আলম এ তথ্য নিশ্চিত করেন।
এই বিষয়ে জারি করা বিআরটিএর একটি বিজ্ঞপ্তি অনুসারে, বাস চালক এবং তাদের হেলপারদের তাদের নিজ নিজ যানবাহন চালানোর অনুমতি নেওয়ার জন্য অবশ্যই টিকা দিতে হবে।
বিআরটিএ-র অন্যান্য নির্দেশনাগুলো হলো, কোভিড -১৯ স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলা, প্রতিটি যাত্রার আগে ও পরে যানবাহনগুলোকে সঠিকভাবে স্যানিটাইজ করা এবং সর্বদা সামাজিক দূরত্ব বজায় রাখা।
এদিকে, স্বাস্থ্যবিধি মেনে ধারণক্ষমতার সমান যাত্রী নিয়ে বাস চালানোর অনুমতি দাবি করে পরিবহন মালিক ও শ্রমিকদের নেতারা।
কোনো বাসে আসন সংখ্যার বেশি যাত্রী বহন করা হবেনা বলে উল্লেখ করে তারা। কিন্তু সে আবেদন নাকচ করা হয়।
গত সোমবার করোনাভাইরাসের নতুন ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের মধ্যে সরকার জনসাধারণের চলাচল এবং গণপরিবহনে যাত্রী বহনসহ অন্যান্য কার্যক্রমের উপর বিধিনিষেধ আরোপ করে।
মন্ত্রিপরিষদ বিভাগের জারি করা প্রজ্ঞাপনটি আজ (১৩ জানুয়ারি) থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহাল থাকবে।