স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের চিন্তা: জাহিদ মালেক
কোভিড-১৯ এবং এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার নিয়ন্ত্রণে সরকার ঘোষিত ১১ দফা বিধিনিষেধ যথাযথভাবে অনুসরণ করা না হলে দেশে লকডাউন দেওয়া হতে পারে।
শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালে সিটিস্ক্যান মেশিন ও ডায়ালাইসিস ইউনিটের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ কথা বলেছেন।
এসময় জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ স্বাস্থ্য বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী বলেন, "আমরা মাত্রই ১১ দফার একটি কঠোর বিধিনিষেধ দিয়েছি। আমরা জনসাধারণকে এই নির্দেশনা মানতে আহবান করব। এই নির্দেশনা মানলে দেশে লকডাউনের প্রয়োজন হবে না। কারণ লকডাউন দিলে দেশের ক্ষতি, মানুষের ক্ষতি। নির্দেশনা না মানলেই লকডাউন দেয়ার চিন্তা রয়েছে।"
"কোভিড-১৯ এর বিরুদ্ধে লড়াই করার জন্য তাই প্রত্যেককে অবশ্যই স্বাস্থ্য সুরক্ষাবিধি নিশ্চিত করতে হবে", যোগ করেন তিনি।