অস্ট্রেলিয়ার বিপক্ষে সালমাদের করুণ হার
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ খেলার প্রথম অভিজ্ঞতাটা ভালো হলো না বাংলাদেশের মেয়েদের। অজি মেয়েদের সঙ্গে প্রথম সাক্ষাতে দুমড়ে মুচড়ে যাওয়া হার মেনে নিতে হলো সালমা খাতুনের দলকে। নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮৬ রানের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশের মেয়েরা।
আসর শুরুর আগ মুহূর্তে প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে পাওয়া জয়টি আত্মবিশ্বাসের রসদই যুগিয়েছিল। ভারতের বিপক্ষে হারলেও লড়াই করেছিল বাংলাদেশ। কিন্তু অস্ট্রেলিয়া সামনে পড়তেই দিক হারিয়ে উল্টো পথে হাঁটল বাংলাদেশের মেয়েরা।
বৃহস্পতিবার ক্যানবেরায় অনুষ্ঠিত ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে সামান্যতম লড়াইও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। যেকোনো ফরম্যাটে অস্ট্রেলিয়ার বিপক্ষে এটাই বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল।
টস জিতে প্রথমে ব্যাটিং করতে নেমে বড় সংগ্রহ দাঁড় করায় টি-টোয়েন্টি বিশ্বকাপের চারবারের চ্যাম্পিয়নরা। দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনির মারকাটারি ব্যাটিংয়ে ১ উইকেটে ১৮৯ রান তোলে অজি মেয়েরা।
বড় লক্ষ্য পাড়ি দিতে বাংলাদেশের মেয়েদেরও দ্রুত ব্যাট চালাতে হতো। বাংলাদেশের মেয়েরা সেটা পারেননি, উল্টো ২৬ রানের মধ্যেই ৩ উইকেট হারায় তারা। এলিস পেরি, মেগান শাটদের দারুণ বোলিংয়ে ৯ উইকেটে ১০৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস ।
জয়ের লক্ষ্যে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। দলীয় ১৯ রানেই বিদায় নেন মুর্শিদা খাতুন। সাবলীল মনে হলেও ১৩ রান করেন থামেন তিনি। মুর্শিদা ফিরতেই এলোমেলো হয়ে পড়ে বাংলাদেশের ইনিংস।
৭ রানের ব্যবধানে ফিরে যান শামীমা সুলতানা ও সানজিদা ইসলাম। ২৬ রানে তিন উইকেট হারানো দলকে পথ দেখানো শুরু করেন নিগার সুলতানা ও সর্বোচ্চ রানের ইনিংস খেলা ফারজানা হক। এই জুটি থেকে ৫০ রান পায় বাংলাদেশ।
যদিও রান রেটের সঙ্গে পাল্লা দিয়ে ব্যাট চালাতে পারেননি তারা। তাই জয়ের সম্ভাবনাও তৈরি হয়নি একবারের জন্যও। তাদের লড়াই কেবল হারের ব্যবধান কমিয়েছে। নিগার সুলতানা করেন ১৯ রান। ৩৫ বলে ৪টি চারে সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা। রুমানার ব্যাট থেকে আসে ১৩ রান।
অস্ট্রেলিয়ার ডানহাতি মিডিয়াম পেসার মেগান শাট সর্বোচ্চ ৩টি উইকেট নেন। জেস জোনাসেন নেন ২টি উইকেট।
এরআগে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই চড়াও হয়ে খেলতে থাকেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার অ্যালিসা হিলি ও বেথ মুনি। পাওয়ার প্লের ৬ ওভার থেকে ৫৩ রান তুলে নেন এ দুজন। মুনি দেখেশুনে খেললেও হিলি তার ব্যাটে রীতিমতো ঝড় তোলেন।
বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন বারবার বোলার পাল্টালেও কোনো লাভ হয়নি। একই স্টাইলে খেলে গেছেনি হিলি ও মুনি। অধিনায়ক সালমা কেবল একটি উইকেট পেয়েছেন।
মাত্র ৫৩ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৮৩ রানের অসাধারণ একটি ইনিংস খেলেন হিলি। প্রথম দিকে ধীর গতিতে ব্যাট চালানো মুনিও পরে দাপুটে ব্যাটিং করেছেন। বাঁহাতি এই উইকেটরক্ষক ব্যাটার খেলেন ৫৮ বলে ৯টি চার ৮১ রানের ইনিংস। তৃতীয় ব্যাটার হিসেবে নেমে অ্যাশলেই গার্ডনার ৯ বলে ২২ রানের ঝড়ো ইনিংস খেলেন।
বাংলাদেশের বোলারদের মধ্যে বল হাতে সবচেয়ে বেশি খরচ করেছেন স্পিনার খাদিজা তুল খুবরা। ২ ওভারে তার খরচা ২৯ রান। বাকিরাও বেশ খরুচে ছিলেন। সবচেয়ে কম রান দেওয়া রুমানা আহমেদের ইকোনমিও ছিল ৭.৫০।
নারী বিশ্বকাপে নিজেদের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ম্যাচটি আগামী ২৯ ফেব্রুয়ারি মেলবোর্নে অনুষ্ঠিত হবে। অস্ট্রেলিয়ার মতো নিউজিল্যান্ডের বিপক্ষেও এটা সালমাদের প্রথম ম্যাচ হতে যাচ্ছে।