দুই সমকামীর বিয়ের গল্প নিয়ে আসছে ‘বাধাই দো’
মুক্তি পেল রাজকুমার রাও এনং ভূমি পেদনেকড়ের নতুন বলিউড সিনেমা 'বাধাই দো'-এর ট্রেলার। ছবিতে প্রথমবার জুটি বেঁধেছেন রাজকুমার এবং ভূমি। ছবিতে রাজকুমার রাওকে এক পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। চরিত্রের নাম শার্দুল। অন্যদিকে, ভূমি পেদনেকড়কে দেখা যাবে স্কুলের পিটি শিক্ষকের ভূমিকায়। তার চরিত্রের নাম সুমান।
ট্রেলারে দেখা যাচ্ছে, পিটি টিচার ভূমির বয়স বেড়ে যাচ্ছে এবং তাই বাড়ি থেকে বিয়ে করার জন্য তাকে চাপ দিচ্ছে। পুলিশ শার্দুল বিয়ে করতে চায় পিটি টিচারকে। আর সেখানেই টুইস্ট। ছবির চরিত্র অনুযায়ী নায়ক-নায়িকা দুজনেই সমকামী। সমাজের চোখে ধুলো দিতে দুই সমকামী বিয়ে করতে চায় একে-অপরকে। বিয়ের পর নিজেদের সঙ্গীর সঙ্গেই সম্পর্ক টিকিয়ে রাখার পরিকল্পনা তাদের।
ট্রেলার শেয়ার করে সামাজিক মাধ্যমে ভূমি ও রাজকুমার লিখেছেন, 'এ ছবির গল্প আমাদের হৃদয় স্পর্শ করেছে। এতটাই স্পর্শ করেছে, যে ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। কিছু জার্নি সারাজীবন মনে থেকে যায়। এটাও সেই রকমই।'
'বাধাই দো'-এর পরিচালনায় রয়েছেন হর্ষবর্ধন কুলকার্নি। জাতীয় পুরস্কারপ্রাপ্ত 'বাধাই হো' এর সিক্যুয়াল এই ছবি। তবে দুই ছবির গল্প একেবারেই ভিন্ন। ছবিতে অভিনয় করেছেন সীমা পাহোয়া, শিবা চাড্ডা, লাভলিন মিশ্রা, নিতিশ পাণ্ডে, শশী ভূষণের মতো অভিনেতারা। আগামী ১১ ফেব্রুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে এই ছবি।