ওমিক্রন সংক্রমণের অসুস্থতা ডেল্টার চেয়ে কম গুরুতর: গবেষণা
সার্স-কোভ-২ ভাইরাসের ডেল্টা ও অধিক সংক্রামক অন্যান্য ভ্যারিয়েন্টের সংক্রমণের তুলনায় ওমিক্রন ভ্যারিয়েন্ট কিছুটা কম গুরুতর, হাসপাতালে ভর্তি হলেও খুব বেশিদিন থাকতে হয় না, মৃত্যুহারও কম। সম্প্রতি যুক্তরাষ্ট্রের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে।
তবে, ভ্যারিয়েন্টটি অধিক সংক্রামক হওয়ার কারণে অনেক মানুষই আক্রান্ত হচ্ছে, এর প্রভাব পড়েছে যুক্তরাষ্ট্র ও ভ্যারিয়েন্টটির সংক্রমন বেশি এমন দেশগুলোর স্বাস্থ্য ব্যবস্থায়ও।
মঙ্গলবার যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) মরবিডিটি অ্যান্ড মরটালিটি উইকলি রিপোর্ট অনুযায়ী, কোভিড শনাক্তের সংখ্যা বেড়ে গেলেও ওমিক্রন ওয়েভ চলাকালীন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) গত শীতের তুলনায় রোগী ভর্তি হয়েছে ২৯ শতাংশ কম। এর আগে ডেল্টা ওয়েভ চলাকালীন সময়ের চেয়ে আইসিইউতে রোগী ভর্তির হার ২৯ শতাংশ কম।
কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরও অসুস্থতা গুরুতর না হওয়ার বড় কারণ হতে পারে সম্প্রসারিত টিকাদান। এছাড়াও, আগে আক্রান্ত হওয়ার কারণে দেহের অ্যান্টিবডির সুরক্ষার ভূমিকাও আছে বলে উল্লেখ করা হয় গবেষণা প্রতিবেদনটিতে।
সূত্র: রয়টার্স