শুধু কমিকের পাতায় নয়, টিনটিন এখন দুনিয়া চষবে বেলজিয়ান পাসপোর্টেও
বিশ্বজোড়া ভক্তের ছড়াছড়ি টিনটিনের। বেলজিয়ান কার্টুনিস্ট আর্জ-এর সৃষ্ট এই চরিত্রকে আপন করে নিয়েছে দুনিয়ার আপামর কমিকভক্ত।
টিনটিনভক্তদের খুশি আরও বাড়িয়ে দেওয়ার মতোই এক উদ্যোগ নিয়েছে আর্জের দেশ বেলজিয়াম। সম্প্রতি নতুন এক ভিন্নধর্মী পাসপোর্ট উন্মোচন করেছে দেশটি। আর সেই পাসপোর্টে ঠাঁই পেয়েছে বিখ্যাত কমিক চরিত্র টিনটিন। এখন শুধু কমিক বইয়ের পাতায় নয়, বেলজিয়ান পাসপোর্টে চেপেও গোটা দুনিয়া চষে বেড়াবে টিনটিন।
শুধু টিনটিনই নয়, স্মার্ফসের মতো আরও বিখ্যাত সব কমিক চরিত্রও ঠাঁই পেয়েছে বেলজিয়ামের নতুন পাসপোর্টে। টিনটিন, স্মার্ফস-সহ বিখ্যাত সব কার্টুন চরিত্রের ছবি সংবলিত নতুন এই পাসপোর্ট চালু হবে আগামী ৭ ফেব্রুয়ারি থেকে।
টিনটিনের বিখ্যাত 'মুন রকেট' এবং তার বন্ধু ক্যাপ্টেন হ্যাডকের প্রাসাদের ছবিও থাকছে নতুন পাসপোর্টে। থাকছে স্মার্ফস ও কাউবয় লাকি লিউক-এর মতো অন্যান্য কমিক চরিত্রও।
নতুন পাসপোর্ট অনেকটা কার্টুন বইয়ের মতো দেখতে হলেও বেলজিয়ান কর্তৃপক্ষ বলছে, পাসপোর্টের নিরাপত্তা ব্যবস্থা অনেক উন্নত করা হয়েছে।
নতুন পাসপোর্টে যেসব প্রকাশক ও লেখক কাজ করেছেন, বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী সোফি উইলমস তাদের ধন্যবাদ দিয়েছেন। তিনি বলেন, নতুন এই পাসপোর্ট বেলজিয়ামের সংস্কৃতি বহির্বিশ্বে তুলে ধরার এক দারুণ সুযোগ এনে দিয়েছে।
- সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস