বিপিএল শেষ তাসকিনের
বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এসেছে সিলেটে। হতাশা ঝেরে নতুন উদ্যোমে শুরুর অপেক্ষায় ঘরের মাঠের দল সিলেট সানাইজার্স। তিন দিনে তিনটি ম্যাচ খেলতে যাওয়া দলটি অবশ্য সিলেট পর্ব শুরুর দিনই দুঃসংবাদ শুনলো। দলের পেস আক্রমণের প্রধান অস্ত্র তাসকিন আহমেদকে দলে পাচ্ছে না তারা।
পিঠের চোটের কারণে বিপিএল শেষ হয়ে গেছে তাসকিনের। তার জায়গায় ডানহাতি পেসার এ কে এস স্বাধীনকে দলে ভিড়িয়েছে সিলেট। সোমবার এক বিৃবতিতে বিষয়টি জানিয়েছে সিলেট সানরাইজার্স কর্তৃপক্ষ।
পুরনো পিঠের ব্যথা নুতন করে চাড়া দেওয়ায় চট্টগ্রামে একটি ম্যাচ খেলতে পারেননি তাসকিন। এরপর ঢাকা পর্বেও সিলেটের খেলা একটি ম্যাচে ফেরা হয়নি তার। ফেরা নিয়ে শঙ্কা থাকলেও তাসকিনের ব্যাপারে আশাবাদী ছিল সিলেট। তাকে নিয়েই সিলেটে আসে স্বাগতিক দলটি। কিন্তু অনুশীলনে কয়েকদিন পর্যবেক্ষেণের পর সোমবার তাসকিনের ব্যাপারে সিদ্ধান্ত জানিয়ে দিল সিলেট।
তাসকিনের চোটের অবস্থা নিয়ে সিলেটের ফিজিও জয় সাহা দুদিন আগে বলেছিলেন, 'তাসকিনের পিঠের চোটটা পুরনো। চট্টগ্রাম পর্বের খেলা শেষে সে জানাচ্ছিলো যে ব্যথা হচ্ছে। এরপর আমরা এমআরআই করাই। আগের চোটটাই আবার ফিরে এসেছে।'
তিনি আরও বলেন, 'বিসিবির ফিজিও বায়েজিদ ভাইয়ের সঙ্গে আমরা কথা বলি। তার পরামর্শ অনুযায়ী চিকিৎসাটা চলছে। তাকে নিয়ে আমরা ঝুঁকি নিতে পারছি না, কারণ সামনে আফগানিস্তান সিরিজ আছে। উনি সে ওইটাতে খেলতে পারেন, সেটাও দেখতে হচ্ছে। পিঠে ব্যথা না কমা পর্যন্ত তাকে আমরা খেলাতে পারছি না।'
এবারের বিপিএলে সিলেটের হয়ে ৪টি ম্যাচ খেলেছেন তাসকিন। বল হাতে মনে রাখার মতো সময় যায়নি তার। ৪ ম্যাচে ৫ উইকেট নেন জাতীয় দলের এই পেসার। সিলেট দলেরও অবস্থা নাজুক। ৬ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে তারা। আরেকটি ম্যাচ পরিত্যক্ত হওয়ায় ৩ পয়েন্ট নিয়ে তালিকার তলানির দল সিলেট।