বল টেম্পারিংয়ের দায়ে নিষেধাজ্ঞার শাস্তি পেয়েও বেঁচে গেলেন বোপারা
খুলনা টাইগার্সের বিপক্ষে বল টেম্পারিং করে পাড় পেতে পারেননি সিলেট সানরাইজার্সের নতুন অধিনায়ক রবি বোপারা। তিন বল করার পর অনফিল্ড আম্পায়ার তার কাছ থেকে বল চেয়ে নিয়ে নেন। বিকৃত হওয়ায় বল পরিবর্তন করা হয়। এই ঘটনায় সিলেটের বিপক্ষে ৫ রান পেনাল্টি দেন আম্পায়ার। এবার আরও শাস্তি পেতে হলো বোপারাকে। ইংলিশ এই অলরাউন্ডারের ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে।
পাশাপাশি তাকে তিনটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে। চলতি বিপিএলে আরেকটি ডিমেরিট পয়েন্ট পেলে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ হবেন বোপারা। যদিও তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারতেন ইংল্যান্ডের এই ক্রিকেটার। ম্যাচ রেফারি দেবব্রত পাল বোপারাকে তিন ম্যাচের নিষেধাজ্ঞার শাস্তি দিয়েছিলেন।
পরে এই শাস্তির বিরুদ্ধে আপিল করেন বোপারা। ৮ ফেব্রুয়ারি আপিলের শুনানি শেষে ৮.২.৩.৪ ধারা অনুযায়ী তাকে আর্থিক জরিমানা ও ডিমেরিট পয়েন্ট দেয় বিপিএলের টেকনিক্যাল কমিটি। বিশেষ ক্ষমতা বলে এমন সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার আছে টেকনিক্যাল কমিটির। বুধবার এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে বিসিবি।
গত সোমবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং নেওয়া বোপারা নিজের প্রথম ওভারেই বল টেম্পারিং করেন। ইনিংসের নবম ওভারের খেলা চলছিল, উইকেটে তখন খুলনার অধিনায়ক মুশফিকুর রহিম ও সৌম্য সরকার। নিজের প্রথম ওভারের তৃতীয় বলটি করেন বোপারা। এরপরই অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা বোপারার কাছ থেকে বল চেয়ে নেন।
এরপর টিভি রিপ্লেতে দেখা যায়, বাঁ হাত দিয়ে বল আড়াল করে ডান হাতের দুই আঙুলের নখ দিয়ে বল বিকৃত করার চেষ্টা করছেন বোপারা। বিষয়টি দুই আম্পায়ারেরও নজরে আসে। বোপারার কাছ থেকে বল চেয়ে নেন আম্পায়ার। বলের অবস্থা পর্যবেক্ষণের পর নতুন বল নেওয়া হয়। সঙ্গে তাৎক্ষণিক শাস্তি হিসেবে ৫ রান পেনাল্টি দেওয়া হয় সিলেটের বিপক্ষে। যা যোগ হয় খুলনার স্কোরকার্ডে।
বল পরিবর্তনের পর ওই ওভারের তিন বল ও পরে আরও তিন ওভার বোলিং করেন বোপারা। ৪ ওভারে ৩৪ রান খরচায় কোনো উইকেট পাননি ডানহাতি এই পেসার। বিপিএলের সব আসর মিলিয়ে বল টেম্পারিংয়ের কারণে শাস্তি পাওয়া প্রথম ক্রিকেটার বোপারা। ২০১৩ বিপিএল থেকে খেলে আসছেন তিনি। বিপিএলে এটা ছিল তার ৬৬তম ম্যাচ, যা বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ।