ফুল নয়, ভালোবাসা নিবেদন করবেন সুগন্ধি দিয়ে
বছর ঘুরে আবারও ভালোবাসা দিবস হাজির হয়েছে আমাদের সামনে। পছন্দের মানুষটিকে ভালোবাসা নিবেদন করতে আমরা কত কিছুই না করি। লাল গোলাপ, গিফট কার্ড, রেস্টুরেন্টে ট্রিট, লাভ কনফেশন; কত কিছুরই আশ্রয় নেই আমরা। এবার ভালোবাসা নিবেদনের নতুন একটি মাধ্যম আবিষ্কার করলেন সৌদি আরবের এক পারফিউম নির্মাতা। সেই মাধ্যম হচ্ছে সুগন্ধি। প্রেমিক-প্রেমিকারা পছন্দসই সুগন্ধি বানিয়ে উপহার দিবেন একে-অপরকে।
এই পারফিউম নির্মাতার নাম রীম সালেহ। সুগন্ধি তৈরিতে নয় বছরের অভিজ্ঞতা সম্পন্ন সালেহ মনে করেন, ভালোবাসা প্রকাশের জন্য পারফিউম একটি উৎকৃষ্ট মাধ্যম। তাই তিনি ভালোবাসা দিবসে একটি সেশনের আয়োজন করেছেন, যেখানে এসে যুগলরা নিজেদের জন্য পছন্দসই সুগন্ধি বানাতে পারবেন।
সালেহ বলেন, ''সুগন্ধির জগৎ সুন্দর স্মৃতি ও রোমান্সে পরিপূর্ণ। যেকোনো ঘ্রাণে সাড়া দেওয়ার জন্য আমাদের মস্তিষ্কে একটি বিশেষ অংশ আছে। একে বলা হয় লিম্বিক সিস্টেম। এর কারণে সামান্য কোনো ঘ্রাণই আপনাকে অতীতে কাটানো কোনো সুন্দর দিন, কোনো মানুষ বা জায়গার কথা মনে করিয়ে দিতে পারে।
"আমরা কোনো পুরনো সম্পর্কের কথা ভাবতে গেলেও প্রথমেই আমাদের মস্তিষ্ক সেই সম্পর্কের সঙ্গে সম্পর্কিত সুগন্ধিগুলোর কথা মনে করিয়ে দেয়। রোমান্টিক পারফিউমের সঙ্গে সাধারণত অর্কিড, ভায়োলেট, জেসমিন ও সাইট্রাসের মতো ফুলের সৌরভ জড়িত থাকে।"
কী থাকছে রীম সালেহর পারফিউম সেশনে
সালেহর সেশনের নাম 'বিশেষ মানুষটিকে নিয়ে বিশেষ সুগন্ধি তৈরি করুন'। যারা এই সেশনে অংশ নিতে চাইবেন তাদেরকে বাড়ি থেকে রোলস রয়েসে করে নিয়ে আসা হবে। এবং সঙ্গীকে নিয়ে সারাদিন যেসব জায়গায় ঘুরতে চাইবেন, এই দামি গাড়িতে করেই সেখানে ঘুরিয়ে আনা হবে।
সেশনের মূল আকর্ষণ হচ্ছে সুগন্ধি তৈরি। যুগলদের সামনে পারফিউম তৈরির ৬০ ধরনের সুগন্ধি ও নোট রাখা হবে। সেগুলো থেকে পরীক্ষা-নিরীক্ষা করে সবাই পছন্দসই সুগন্ধি তৈরি করবেন।
এর বাইরে, যুগলদের জন্য মিজো নামের একটি বিখ্যাত রেস্টুরেন্টে রাতের খাবারের আয়োজন করা হয়েছে। আন্তর্জাতিক খাবারের মেনু থেকে তারা তাদের পছন্দের খাবার খেতে পারবেন। রাতের খাবারের সময় যুগলরা তাদের পছন্দের গানও বাজাতে পারবেন।
দিনশেষে বাড়ি ফেরার সময় তাদেরকে ভ্যালেন্টাইন থিমযুক্ত একটি অ্যাপ্রোন এবং যে পারফিউম তারা তৈরি করেছেন, তার একটি বোতল উপহার দেওয়া হবে। এই বোতলে আবার যুগলদের নাম দিয়ে খচিত থাকবে।
সূত্র: আরব নিউজ।