বিজয় ও উপকূল এক্সপ্রেস এখন সাদা রেকের ট্রেন
বিভিন্ন শ্রেণির নানা রকমের সুবিধাসম্পন্ন সাদা রেকের ট্রেন যুক্ত করা হয়েছে বিজয় ও উপকূল এক্সপ্রেসে। এই রুটে আগে সবুজ রেকের অর্থাৎ তুলনামূলক কম সুবিধাসম্পন্ন ট্রেন ছিল। সোমবার (১৪ ফেব্রুয়ারি) থেকে নতুন সুবিধাসম্পন্ন ট্রেনগুলো চলতে শুরু করেছে।
রেলওয়ে সূত্র জানায়, ময়মনসিংহ-চট্টগ্রাম ও চট্টগ্রাম-ময়মনসিংহ রুটে ১৪টি কোচ সম্পন্ন সাদা রেক যুক্ত করা হয়েছে। ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি কোচ, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৫টি, নন-এসি চেয়ার ৫টি ও পাওয়ার কার একটি, নন-এসি স্লিপার একটি ও পাওয়ার কার একটিসহ মোট ১৪টি কোচ থাকবে। অন্যদিকে ঢাকা-নোয়াখালী রুটে চলাচলকারী উপকূল এক্সপ্রেস ট্রেনে শোভন চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার, গার্ড ব্রেক ও ডাইনিংয়ের জন্য একটি, এসি চেয়ার ৬টি, নন-এসি চেয়ার ৭টি ও পাওয়ার কার একটিসহ মোট ১৬টি কোচ থাকবে। এই দুটি রুটে আগে শুধু শোভন ও শোভন চেয়ার সম্পন্ন সবুজ রেকের ট্রেন চলতো।
চট্টগ্রাম রেলওয়ে স্টেশন মাস্টার জাফর আলম জানান, চট্টগ্রাম থেকে বিজয় এক্সপ্রেসের নতুন ট্রেনের উদ্বোধন করেন এবিএম ফজলে করিম চৌধুরী এমপি। আর কমলাপুর রেলস্টেশন থেকে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন উপকূল ট্রেন উদ্বোধন করবেন।