শিক্ষাপ্রতিষ্ঠানে ২ দিন সাপ্তাহিক ছুটি ২০২৩ সাল থেকে: দীপু মনি
সব শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্র ও শনিবার এ দুই দিন সাপ্তাহিক ছুটি রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শনিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) নতুন পাঠ্যক্রমের উদ্বোধনকালে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেন, আগামী বছর থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।
তিনি বলেন, 'বিশ্ববিদ্যালয়গুলোতে মূলত এখনই দুই দিন সাপ্তাহিক ছুটি আছে। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকেও কোনো কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি দুই দিন।
'আমরা যখন শিক্ষাক্রমের রূপরেখা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে উপস্থাপন করেছিলাম, তখন হিসাব করে তাদের পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক এবং উচ্চশিক্ষায় সাপ্তাহিক ছুটি দুই দিন করার কথা বলেছিলেন। তখন প্রাথমিক কর্তৃপক্ষ সপ্তাহে এক দিন ছুটি রেখেছিল। কিন্তু প্রধানমন্ত্রী প্রাথমিক শিক্ষার্থীদের পক্ষ হয়ে বলেছিলেন, তাদেরও দুই দিন ছুটি লাগে। এজন্য ঠিক করা হয়েছে, সব ক্ষেত্রেই সাপ্তাহিক ছুটি দুই দিন হবে।'
বর্তমানে শুধু একদিন—শুক্রবার—শিক্ষাপ্রতিষ্ঠানে সাপ্তাহিক ছুটি থাকে।
শিক্ষা প্রতিষ্ঠানের সাপ্তাহিক ছুটি বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে এনসিটিবি।
এনসিটিবির প্রস্তাবে বলা হয়, সাপ্তাহিক ছুটি বাড়ানো হলেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমে কোনো ক্ষতি হবে না।
শিক্ষামন্ত্রী আরও বলেন, শিক্ষায় মেগা প্রকল্প থাকবে। তাই আমাদের কোনো সমস্যা হবে না। এই সব কাজ পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।
নতুন পাঠ্যক্রম সম্পর্কে দীপু মনি বলেন, আশা করি শিক্ষার্থীরা শুধু জ্ঞানই অর্জন করবে না, বরং নতুন পাঠ্যক্রমের আওতায় দক্ষতা, সঠিক দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধও শিখবে।