মঙ্গলবার ভোরে ফাঁসিতে ঝুলবে নির্ভয়ার ধর্ষণকারীরা
লোহমর্ষক নির্ভয়া ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িত আসামীরা এখন প্রাণভয়ে অস্থির। আজ তিহার জেলে থাকা ৪ আসামীর মাঝে ৩ জন সোমবার দিল্লির পাতিওয়ালা হাইকোর্টে ফের ফাঁসি স্থগিতের আবেদন করে। তবে আদালত এই আবেদন নামঞ্জুর করে দেন।
তিন আসামী অক্ষয় ঠাকুর (৩১), পবন গুপ্তা (২৫) এবং মুকেশ সিং (৩২) আদালতের কাছে আবেদন করে। তাদের সেই আবেদনই ফাঁসির নির্ধারিত দিনের একদিন আগে খারিজ করলেন আদালত। ফলে আগামীকাল ভোর ৬টায় নির্ধারিত ফাঁসি পেছানোর শেষ সুযোগটাও হারালো খুনিরা।
আসামীদের আবেদন স্থগিতের পর আদালতে উপস্থিত নির্ভয়ার মা বলেন, ওরা (আসামীরা) আদালতের সময় নষ্ট করেছে। প্রভাবশালীদের সমর্থন নিয়ে দেশের বিচার ব্যবস্থাকে বিভ্রান্ত করার অনেক চেষ্টা করেছে। এবার তারা আগামীকাল ফাঁসিতে ঝুলবে। খবর এনডিটিভির।
প্রচলিত আইনের আওতায় দেশে খুনিদের এতবার আবেদন করার সুযোগ আছে কিনা সে নিয়েও প্রশ্ন রাখেন তিনি। তবে শেষ পর্যন্ত আদালতের সিদ্ধান্ত নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
২০১২ সালে প্যারা মেডিকেলের ছাত্রী নির্ভয়াকে নির্মমভাবে গণধর্ষণ ও হত্যায় অংশ নেয় মোট ৬ জন। তার মধ্যে একজন নাবালক বলে সংশোধনাগার থেকে ৩ বছর পরে ছাড়া পেয়ে যায় এবং অন্যতম অভিযুক্ত রাম সিং জেলের মধ্যেই আত্মহত্যা করে। বাকি ৪ আসামিকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করে আদালত।