ফরিদপুরে রাতের আঁধারে পুড়িয়ে দেওয়া হলো বাউল শিল্পীর ঘর
ফরিদপুর সদর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মাধবপুর গ্রামের বাউল শিল্পী ভগীরথ মালোর একটি ঘর রাতের আধারে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
তিনি পেশায় একজন বাউল শিল্পী। তিনি ফরিদপুর ও ঢাকায় বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে জড়িত।
ভগীরথ মালো জানান, 'রাত আড়াইটার দিকে হঠাৎ আগুনের শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে দেখি আমার একটি ঘর আগুনে পুড়ছে। পরে স্থানীয়রা এসে আগুন নেভায়'।
তিনি বলেন, 'আশেপাশে এমন কয়েকটি ঘটনা এর আগেও ঘটানো হয়েছে। দুর্বৃত্তরা এবার আমার ঘরটি রাতে আগুন দিয়ে পুড়িয়ে দিল। আমি পুলিশকে জানিয়েছি।'
তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে- তা তিনি জানাতে পারেননি।
মুঠোফোনে ভগীরথ আরও জানান, তিনি এ বিষয়ে থানায় জিডি করতে ফরিদপুর শহরে আসছেন।
ফরিদপুর কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ জলিল জানান, আমরা বিষয়টি শুনেছি। আনুষ্ঠানিক অভিযোগ পেলে আইনত ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যেই একজন এসআই'কে ঘটনাস্থল পরিদর্শনে পাঠিয়েছি।