মহাকাশেও যুদ্ধ বাধাতে পারে বেপরোয়া রাশিয়া, ধ্বংস করতে পারে স্যাটেলাইট ও জিপিএস সিস্টেম!
বেপরোয়া রাশিয়া আর একটি দেশে যুদ্ধ আটকে রাখবে না, দেশ-মহাদেশের সীমানা পেরিয়ে যুদ্ধ ছড়িয়ে দেবে মহাকাশেও।
মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটগুলো পরিচালনার দায়িত্বে থাকা সংস্থা এনআরও-এর প্রধান ক্রিস্টোফার স্কোলেস এই হুঁশিয়ারি দিয়েছেন। বুধবার আমেরিকার ন্যাশনাল সিকিওরিটি স্পেস অ্যাসোসিয়েশনের মহাকাশের প্রতিরক্ষা ও মহাকাশে গোয়েন্দা কার্যক্রম-সংক্রান্ত সম্মেলনে এ আশঙ্কা প্রকাশ করেন এনআরও প্রধানসহ সংস্থাটির কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।
এনআরও কর্মকর্তাদের ধারণা, রুশ ক্ষেপণাস্ত্র হামলার শিকার হতে পারে পৃথিবীর কক্ষপথে থাকা যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়নসহ বিভিন্ন দেশের স্যাটেলাইটগুলো। কক্ষপথে অচল হয়ে পড়া স্যাটেলাইটগুলোকে ধ্বংস করার জন্য ক্ষেপণাস্ত্র ছুড়ে মহাকাশ বর্জ্যের পরিমাণ একলাফে বহুগুণ বাড়িয়ে দিতে পারে।
ইউক্রেনের কোথায় কোন পথে কত রুশ সেনা ঢুকছে বা ঢুকতে চলেছে, তা যাতে কক্ষপথে থাকা বিভিন্ন দেশের গোয়েন্দা স্যাটেলাইটগুলো আগেভাগে জানতে না পারে সেজন্যও সেগুলোকে ধ্বংস করতে পারে রাশিয়া।
এর ফলে শুধু স্যাটেলাইটগুলোই ধ্বংস হবে না, মহাকাশ বর্জ্যের পরিমাণও বেড়ে যাবে উদ্বেগজনকভাবে।
এনআরও প্রধান স্কোলেস বলেন, 'মনে হচ্ছে ইউক্রেনের যুদ্ধটাকে যেকোনো উপায়ে জিততে চাইছে রাশিয়া। তাই যতদূর সম্ভব, রাশিয়া ততদূরই যাবে। এমনকি যুদ্ধটাকে নিয়ে যেতে পারে মহাকাশেও।'
নিজ দাবির সপক্ষে রাশিয়ার নেওয়া কিছু পদক্ষেপের কথা জানান স্কোলেস। তিনি বলেন, 'ইতিমধ্যেই জিপিএস ব্যবস্থাকে অচল করে দিতে তৎপর হয়েছে মস্কো। কাজেই আমেরিকা যাতে খুব ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য নাসাসহ আমেরিকার সবগুলো সরকারি ও বেসরকারি সংস্থাকে তাদের পাঠানো স্যাটেলাইটগুলোর নিরাপত্তা আরও জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে আমাদের স্যাটেলাইটগুলোর গুরুত্বপূর্ণ যন্ত্রগুলোকে কিছুদিনের জন্য বন্ধ করে রাখতে বলে দিয়েছি আমি, যাতে রুশ হামলা থেকে ওগুলোকে বাঁচানো যায়। রাশিয়া সাইবার অপরাধীদেরও প্রিয় দেশ। তাই নানা রকমের সাইবার অপরাধের কবল থেকেও দেশ ও স্যাটেলাইটগুলোকে কীভাবে বাঁচানো যায়, তা নিয়েও জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।'
- সূত্র: লাইভ সায়েন্স