রাশিয়ান সৈন্যদের বিভ্রান্ত করতে রাস্তার নামফলক সরিয়ে ফেলছে ইউক্রেনের সড়ক কর্তৃপক্ষ
ইউক্রেনের সড়ক সম্পর্কিত একটি প্রতিষ্ঠান জানিয়েছে, রাশিয়ানদের বিভ্রান্ত করতে তারা রাস্তার নামফলক বা দিক নির্দেশক চিহ্ন সরিয়ে দিচ্ছে।
রাস্তা নির্মাণ ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ইউক্রেনীয় প্রতিষ্ঠানটি বলেছে, তারা শহরগুলোর রাস্তা থেকে সমস্ত চিহ্ন সরিয়ে ফেলছে। আক্রমণ চালাতে রুশ সামরিক বাহিনী যেন রাস্তা খুঁজে না পায় মূলত এই উদ্দেশ্য প্রতিষ্ঠানটি এমন সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ইউক্রাভটোডোর নামের ওই সড়ক সংস্থাটি তাদের ফেসবুক পেইজে লিখেছে, "শত্রুদের যোগাযোগ ব্যবস্থা দুর্বল, তারা ভূখণ্ডে নেভিগেট (দিক নির্ধারণ) করতে পারছে না। আসুন আমরা তাদের সরাসরি নরকে যেতে সাহায্য করি।"
লেখাটির সঙ্গে একটি স্ট্যান্ডার্ড রোড সাইনের সম্পাদিত ছবিও পোস্ট করা হয়েছে। সেখানে দেখা যাচ্ছে, কাছাকাছি শহরগুলোর দিক নির্দেশক চিহ্ন ও নামফলক অশ্লীল শব্দ লিখে মুছে ফেলা হয়েছে।
প্রতিষ্ঠানটি ইউক্রেনীয়দের রাস্তায় টায়ার কিংবা গাছ পুড়িয়ে, ব্যারিকেড দিয়ে, সম্ভাব্য সকল উপায়ে শত্রুদেরকে (রুশ বাহিনী) অবরুদ্ধ করার আহ্বান জানিয়েছে।
তারা বলছে, "দখলদারদের অবশ্যই বুঝতে হবে, তারা এখানে প্রত্যাশিত নয় এবং শহরের প্রতিটি রাস্তায় তাদেরকে প্রতিহত করা হবে!"
- সূত্র: রয়টার্স